।। প্রথম কলকাতা ।।
Covid 19: দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বুধবার আপডেট করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৪,৩৩৫ জন। যা ১৬৩ দিনে সর্বোচ্চ। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩,০৯১ জন। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। ২৪ ঘন্টার ব্যবধানে মহারাষ্ট্র ও কেরালা থেকে চারটি মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, ওড়িশা এবং পাঞ্জাব থেকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩০,৯১৬ জন।
দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩.৩৮ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ২.৭৯ শতাংশ। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে সক্রিয় সংক্রমণের হার ০.০৫ শতাংশ। দেশে কোভিডে মৃত্যুর হার ১.১৯ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের শেয়ার করা তথ্য অনুসারে, কোভিড মামলার মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪.৪৭ কোটি (৪,৪৭,৩৩,৭১৯)। তবে উদ্বেগের মধ্যেও স্বস্তি বাড়িয়েছে সুস্থতার হার। দেশে করোনা থেকে সুস্থ হওয়ার হার ৯৮.৭৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২,৫০৮ জন। এই রোগ থেকে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪.৪১ কোটি (৪,৪১,৭৯,৭১২)।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় ১,৩১,০৮৬ টি পরীক্ষা করেছে এবং এখনও পর্যন্ত মোট ৯২.২১ কোটি পরীক্ষা করা হয়েছে।স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে এখনও পর্যন্ত ২২০.৬৬ কোটি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ১,৯৭৯ টি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম