।। প্রথম কলকাতা ।।
Covid 19: চোখ রাঙাচ্ছে করোনার দৈনিক সংক্রমণ। উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। H3N2 ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের সংখ্যার তীব্র বৃদ্ধির মধ্যে গত কয়েকদিন ধরে দেশে নতুন কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,৮২৪ জন। এটিই ২০২৩ সালে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮,৩৮৯ জন। দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২.৮৭ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ২.২৪ শতাংশ। সক্রিয় সংক্রমণের হার ০.০৪ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে চারজন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। দিল্লি, হরিয়ানা, কেরালা এবং রাজস্থানে একজন করে রোগী মারা গেছেন। ফলে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩০, ৮৮১ জনে। তবে এই উদ্বেগের মধ্যেই স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। করোনায় সুস্থতার হার ৯৮.৭৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৭৮৪ জন। গত একদিনে দেশজুড়ে ১,৩৩,১৫৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
ইতিমধ্যেই তামিলনাড়ুর মতো বেশ কয়েকটি রাজ্য হাসপাতালে ফেস মাস্ক বাধ্যতামূলক করেছে। কেন্দ্র, তার সাম্প্রতিক পরামর্শে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরীক্ষা এবং টিকা দেওয়ার জন্য বলেছে। উদ্বেগের মাঝে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে নতুন গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
গাইডলাইনে অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিষয়ে বেশ কিছু নির্দেশিকার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইনে বলা হয়েছে, জ্বর হলেই কথায় কথায় মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক ওষুধ না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাকটেরিয়াজাত সংক্রমণের সম্ভাবনা থাকলেই তবেই রোগীকে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ জ্বরের ক্ষেত্রে প্যারাসিট্যামল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।