।। প্রথম কলকাতা ।।
Higher Secondary Syllabus: প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে বদল যাচ্চে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। আজই এই নিয়ে ডাকা হয়েছে বৈঠক। সংসদ সূত্রে খবর, এই বদল CBSE-র ধাঁচেই হবে। কেন এই চিন্তাভাবনা? এই বদলের ভাবনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, যেহেতু উচ্চ মাধ্যমিকের একাধিক এন্ট্রান্স থাকে, সেটার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও CBSE-র পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাড়তি সুবিধা পান পাশ করার ক্ষেত্রে। এক্ষেত্রে এবার উচ্চমাধ্যমিকের সিলেবাসকেও যদি সিবিএসইর আদলে করা হয় তবে উচ্চমাধ্যমিকের পড়ুয়ারাও চাকরির পরীক্ষায় সাফল্য পেতে পারেন।
বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে, সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন এই নিয়ে গাইডলাইন করা হবে। এরপর সিলেবাসের যে সাব কমিটি রয়েছে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা তা আলোচনা করবেন। চেষ্টা করছি NCERT-র আদলে CBSE- ধাঁচে এই সিলেবাস করা হবে।
উল্লেখ্য, ২০১২-১৩ সালে শেষ বদল আনা হয়েছিল উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে । তারপর অতিক্রান্ত হয়েছে এক দশক। উচ্চমাধ্যমিকে আগামী শিক্ষাবর্ষ থেকে এই নয়া সিলেবাস কার্যকরী হতে পারে। যাতে সর্বভারতীয় ক্ষেত্রে বাংলা বোর্ডের পড়ুয়ারা পিছিয়ে না পড়ে। তা নিশ্চিত করতেই এই সিলেবাস বদলের জন্য বৈঠক ডাকা হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম