।। প্রথম কলকাতা ।।
‘পাঠান’-এর পর আরও একবার দর্শকদের মন জয় করার জন্য নতুন ছবি ‘জওয়ান’ নিয়ে আসছেন শাহরুখ খান।বলিউডে মেগা ডেবিউ, শাহরুখের পাশে এই বঙ্গতনয়া কে? বাঙালিরা আজ রাজত্ব করছেন গোটা দেশ জুড়ে।এবার শাহরুখের নায়িকা হয়ে বলিউডে পা রাখতে চলেছেন আরো এক বাঙালি অভিনেত্রী। শাহরুখের আসন্ন জওয়ান ছবিতে অভিনয় করে তিনি বলিউডে প্রবেশ করছেন। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে বাঙালি নায়িকার ব্যাপারে।
তিনি বাঙালি! দুই বাংলার সঙ্গে তাঁর যোগ। ‘পাঠান’-এর পর আরও একবার দর্শকদের মন জয় করার জন্য নতুন ছবি ‘জওয়ান’ নিয়ে আসছেন শাহরুখ খান। আর এতেই দেখা যাবে বাঙালি কন্যা সঞ্জিতা ভট্টাচার্যকে। শাহরুখের সঙ্গে এক ছবিতে বাঙালি কন্যা! শুধু এপার বাংলা নয়, তাঁর যোগাযোগ রয়েছে ওপার বাংলার সঙ্গেও। দিল্লিতে জন্মালেও সঞ্জিতা কিন্তু বাঙালি। ইতিমধ্যেই গায়িকা হিসেবে বেশ সফল তিনি।
‘ফিলস লাইক ইশক’-এর মাধ্যমে অভিনয় দুনিয়ায় যাত্রা শুরু করেছিলেন সঞ্জিতা। দিল্লিতে বড় হলেও তাঁর বাবা কলকাতার বাসিন্দা ছিলেন এবং মায়ের বাড়ি ওপার বাংলার ময়মনসিংহে। অন্য রাজ্যে থাকলেও বাংলা এবং বাঙালি বেশ পছন্দ সঞ্জিতার। নয়নতারার সঙ্গে রোম্যান্সে মাতলেন শাহরুখ, প্রকাশ্যে ‘জওয়ান’ এর নতুন গান। অভিনয়ে নাম লিখিয়েই সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন। এই প্রসঙ্গে সঞ্জিতা জানিয়েছেন, “আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না! প্রায় দুই বছর ধরে আমি তাঁর সঙ্গে কাজ করেছি। কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে ছবিটি। শাহরুখ খানের সঙ্গে নিজেকে বড় পর্দায় দেখব। এখন ধীরে ধীরে এই উত্তেজনাটা আমিও উপলব্ধি করছি।”
সঞ্চিতার বাবা কলকাতার বাসিন্দা তার মা মনমনসিংহের মেয়ে। বাড়িতে বাংলাতে কথা বলার চাল রয়েছে তাদের।অভিনয় ছাড়া গানটা হলো সঞ্চিতার প্যাশন। তিনি ছোটবেলা থেকে বাউল গান রবীন্দ্র সংগীত শুনে বড় হয়েছেন। ২০২১ সালে আগস্ট মাসের সঞ্চিতার কাছে এই ছবির প্রস্তাব আসে। এর আগে নেট লিখছে তার প্রথম সিরিজ ফিলস লাইক ইশক মুক্তি পেয়েছিল। তার এক মাসের মধ্যেই ছবি নির্মাতারা তার সঙ্গে যোগাযোগ করেন। অডিশনে নির্বাচিত হতেই তিনি জওয়ানে শাহরুখের প্রমীলা বাহিনীর অংশ হয়ে যান।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম