।। প্রথম কলকাতা ।।
DA Case: রাজ্যের সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় বসে রয়েছেন। আজ অর্থাৎ ১৬ জানুয়ারি সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলার শুনানি (Hearing of DA Case) হওয়ার কথা ছিল। কিন্তু আবারও সেই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। বিচারপতির দীনেশ মাহেশ্বরী এবং হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলাটি দু মাসের জন্য পিছিয়ে গিয়েছে। আগামী শুনানি হতে চলেছে ১৫ মার্চ। কারণ হিসেবে উঠে এসেছে, রাজ্যের পেশ করা ত্রুটিযুক্ত হলফনামা।
জানা যায়, সোমবার রাজ্য সরকারের তরফ থেকে শীর্ষ আদালতে (Supreme Court Of India) যে হলফনামা জমা দেওয়া হয়েছিল সেটি ত্রুটিপূর্ণ ছিল। যে কারণে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত নেয় শুনানি পিছিয়ে দেবার। রাজ্যকে শীর্ষ আদালতের তরফ থেকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে এই ত্রুটি সংশোধনের জন্য। ২০২২ সালের ৫ ডিসেম্বর সর্বপ্রথম রাজ্যের ডিএ মামলা ওঠে সুপ্রিম কোর্টে। শুনানির তারিখ পিছিয়ে ১৪ ডিসেম্বর করা হয়। গঠন করা হয় নতুন ডিভিশন বেঞ্চ। সেই বেঞ্চে ছিলেন দুই বাঙালি বিচারপতি হৃষিকেশ রায় এবং দীপঙ্কর দত্ত।
যদিও বিচারপতির দীপঙ্কর দত্ত এই রাজ্যের ডিএ মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান। তাই ১৪ ডিসেম্বরও শুনানি হয়নি। জানুয়ারির ১৬ তারিখ পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়। তবে আজও এই মামলার শুনানি হয়নি সুপ্রিম কোর্টে। উল্লেখ্য, রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল ২০২২ সালে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। রাজ্য কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়। এবার সুপ্রিম কোর্ট রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষে রায় দেয় নাকি রাজ্য সরকারের পক্ষে রায় দেয় তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম