।। প্রথম কলকাতা ।।
Mahua Moitra: সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি পেলেন না তৃণমূলের বহিস্কৃত সাংসদ মহুয়া মৈত্র। সাংসদপদ খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যে মামলা করেন, পিছিয়ে দেওয়া হল সেই মামলার শুনানি। আগামী ৩ জানয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ সেই মামলা শুনবে। বিচারপতি জানান, এদিন সকালেই মামলার ফাইল হাতে পেয়েছেন তাঁরা। ফাইল পড়তে কিছুটা সময় লাগবে। তাই সময় চেয়ে নেন বিচারপতিরাই। জানা গেছে, ১৬ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বর শনিবার ও রবিবার থাকার দরুন ওই দু’দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট। আর আনুষ্ঠানিকভাবে শীতকালীন অবকাশ শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর থেকে। যা চলবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত। তারপর শীর্ষ আদালত খুলবে আগামী ২ জানুয়ারি থেকে।
উল্লেখ্য, সাংসদ পদ ফেরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। বহিস্কৃত সাংসদ জানিয়েছিলেন, টাকা নেওয়ার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে, তা মিথ্যা। এথিক্স কমিটি টাকা নেওয়ার কোনও প্রমাণও দিতে পারেনি বলে জানিয়েছিলেন তিনি। তারপরেই তিনি দ্বারস্থ হন শীর্ষ আদালতের।
প্রসঙ্গত, টাকার বিনিময়ে মহুয়ার বিরুদ্ধে সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ ওঠে । মহুয়ার বিরুদ্ধে এই অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশাকান্ত দুবে। সেই নিয়ে গোটা দেশ সাক্ষী থেকেছে বিস্তর টানাপোড়েনের। শেষ পর্যন্ত গত ৮ ডিসেম্বর সংসদের নীতি কমিটি রিপোর্ট জমা দেয়, তাতে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করে তারা। সেই মতো বহিষ্কার করা হয় মহুয়াকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম