।। প্রথম কলকাতা ।।
Lokho Konthe Gita Path: শীতের কুয়াশামোড়া সকাল আর ভোরের ঠান্ডাকে উপেক্ষা করেই সকাল থেকেই ব্রিগেডের ময়দানে জমতে শুরু করেছিল ভিড়। কারণ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন অংশগ্রহন করার জন্য উপস্থিত হচ্ছিল সকাল থেকেই। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। প্রত্যেকটি রাজনৈতিক দলই ইতিমধ্যেই নেমে পড়েছে ময়দানে। আর এই নির্বাচনের যাবে রাজনীতির ভরা বাজারে ব্রিগেডে গীতা পাঠের আসর বসিয়েছে গেরুয়াপন্থী সংগঠন সনাতন সংস্কৃতি পরিষদ। এই অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে ছিল সনাতন সংস্কৃতি পরিষদ, মতিলাল ভারততীর্থ সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের একাধিক সংগঠন।
অনুষ্ঠান শুরু পরে দেখা গেছে , লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মূলত দুটি মঞ্চ করা হয়েছে। মূল মঞ্চে রয়েছেন সাধুসন্তরা। অপর মঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন গীতাপাঠের সূচনা করা হয় নজরুলগীতির মধ্যে দিয়ে । লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন দ্বারকার শঙ্করাচার্য দয়ানন্দ সরস্বতী। মূল মঞ্চে ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। আজকের এই অনুষ্ঠান ‘লক্ষ কণ্ঠে’ হল কিনা তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আদৌ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল কিনা তাই নিয়েই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। রবিবার ব্রিগেডে কত মানুষের জমায়েত হয়েছিল, সেই নিয়ে এখনও পর্যন্ত কোনও পরিসংখ্যান পাওয়া যায়নি।
অনুষ্ঠানকে ঘিরে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এক লক্ষ লোকের সমাগম হয়নি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। গীতাকে আমরা সকলেই সম্মান করি। কিন্তু এই লোক দেখানো নাটকের কোনও মানে হয় না। লোক হবে না বলেই প্রধানমন্ত্রী নিজে আসেননি।” অন্যদিকে, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “এদেশে মন্দির যেমন আছে অন্যদিকে মসজিদ এবং গীর্জা সমস্তই আছে। সবকিছুকেই শ্রদ্ধা করা হয়। কিন্তু তাতে সমাধান হয় না বেকারত্বের। সেজন্য এটা নিয়ে রাজনীতি করাও চলে না। তবে এই বিষয়ে নিজের অভিমত প্রকাশ করতে দেখা গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও , তিনি স্পষ্টতই জানিয়েছেন, “লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠান সফল। পৃথিবীর মধ্যে এটি এক অন্যতম ঘটনা। “এই অনুষ্ঠানের শুরু থেকেই রাজ্যের বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন। নিজেও গীতা পাঠ করেছেন অনুষ্ঠানে। বিরোধী দলনেতা সংযোজন করে বলেছেন , গীতাপাঠ অনুষ্ঠানে এক লক্ষের বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন। ২০ টি করে ব্লক তৈরি করা হয়েছিল। প্রত্যেকটি ব্লকে পাঁচ হাজার করে মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও সামনের দিকে আরও ১০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যেকে গীতা পাঠ করেছেন সাধু-সন্তদের সঙ্গে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম