।। প্রথম কলকাতা ।।
বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ডেভিড ওয়ার্নারের ব্যর্থতা প্রাক্তন অজি ক্রিকেটারদের মধ্যে বিতর্ক শুরু করেছে। অস্ট্রেলিয়ার এই তারকা ওপেনারকে ভারতের বিপক্ষে দিল্লি টেস্টে থেকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নাগপুর টেস্টে অভিজ্ঞ বাঁহাতি তার দুই ইনিংসে ১ এবং ১০ রান করেছিলেন। যে ম্যাচে অস্ট্রেলিয়া ভারতের কাছে একটি ইনিংস এবং ১৩২ রানে হেরেছিল। টপ অর্ডারে ওয়ার্নারের খারাপ পারফরম্যান্সের কারণে তার প্রাক্তন সতীর্থ মিচেল জনসন তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুললেন।
জনসন বলেন, আমি ডেভিড ওয়ার্নারকে বাদ দেব, ওপেন করার জন্য ম্যাথু রেনশকে তুলে আনবো এবং ট্র্যাভিস হেডকে মিডল অর্ডারে নিয়ে আসবো।” নাগপুর টেস্টে, শুধু ওয়ার্নারই নয়, অন্যান্য ব্যাটসম্যানরাও ছাপ ফেলতে ব্যর্থ হন। কারণ অস্ট্রেলিয়া ভারতীয় স্পিন বোলারদের ঘূর্ণি বুঝতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ২৫৫ বলে ডাবল সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার। এরপর তৃতীয় টেস্টে করেন মাত্র ১০ রান। তারপর ভারত সফরে আসেন বাঁ-হাতি এই তারকা ব্যাটার। অস্ট্রেলিয়া ভারত সফরে এসে কোন প্র্যাকটিস ম্যাচ খেলেনি। নিজেদের মধ্যে অনুশীলন করে নাগপুরে টেস্টে নামে ক্যাঙ্গারুবাহিনী।