।। প্রথম কলকাতা ।।
Mariam Afiza: বাংলাদেশে (Bangladesh) প্রথম মেট্রোর চাকা গড়াল, চালকের আসনে ছিলেন একজন মহিলা। নারী শক্তির জয়জয়কার। পদ্মা সেতুর পর বাংলাদেশের অপর মাইলফলক হল মেট্রো রেল। যার চালকের আসনে নজির গড়েছেন মরিয়ম আফিজা (Mariam Afiza)। তার হাতেই ছিল মেট্রো রেলের (Metro Rail) চাকার রাশ। প্রথম সফরের যাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (PM Sheikh Hasina)। বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও এই মরিয়ম আফিজাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। প্রতিদিন তীব্র যানজটে নাকাল হতে হয় ঢাকা (Dhaka) বাসীকে। এবার সেই ছন্দে সুর যোগ করল মেট্রো রেল। রাজধানী বাসীর কাছে রীতিমত আশীর্বাদ হয়ে বাংলাদেশের গড়াল মেট্রোরেলের চাকা। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের স্বপ্নযাত্রার প্রথম চালক হলেন লক্ষ্মীপুরের মেয়ে মরিয়ম আফিজা।
২০২২ এর ২৮শে ডিসেম্বর বুধবার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটি আজীবন স্মরণীয় হয়ে থাকবে আফিজার কাছে। কারণ তিনি যে মেট্রো রেলের চালকের আসনে ছিলেন সেই রেলের প্রথম সফরে যাত্রী হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একা নন, বাংলাদেশের এই প্রথম বিদ্যুৎ চালিত মেট্রো রেল প্রকল্পে সংযুক্ত রয়েছে ৬ জন নারীচালক।
মরিয়ম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি ট্রেন অপারেটর হিসেবে নিয়োগ পেয়েছেন ২০২১ সালের নভেম্বরের ২ তারিখে। এই পদের জন্য মোট ২৫ জনের মধ্যে দুই জন নিয়োগ পেয়েছিলেন। তার মধ্যে একজন হলেন তিনি। মরিয়ম এর আগে কোথাও চালক হিসেবে কাজ করেননি। এই প্রথম ২৮শে নভেম্বর মেট্রোর চালক হয়েছেন। যদিও নিয়োগের পরপর তাকে বেশ কিছুদিন ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। এখনো তিনি ট্রেনিংয়ে রয়েছেন। চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং অ্যাকাডেমিতে তিনি দুই মাস এবং ঢাকায় চার মাস প্রশিক্ষণ নেন। এছাড়াও উত্তরার দিয়াবাড়ি মেট্রো রেলের ডিপোতে প্রায়োগিক এবং কারিগরি প্রশিক্ষণ নিয়েছেন।
ঢাকা মেট্রো রেলের প্রথম চালক হয়ে তার স্বপ্ন পূরণ হয়েছে। বুধবার দুপুর ২ টো ১১ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় দুই শতাধিক যাত্রীকে নিয়ে উত্তরার দিয়াবাড়ির উত্তর নর্থ স্টেশন থেকে তিনি মেট্রো রেল চালিয়ে নিয়ে যান আগারগাঁও স্টেশনে। মরিয়াম আগারগাঁও স্টেশনে নেমে জানান, তিনি যে প্রধানমন্ত্রীর সঙ্গে যাত্রা করছেন এটি অত্যন্ত গর্বের বিষয়। মেট্রো রেল চালুর ফলে ঢাকাবাসী যানজটের অভিশাপ থেকে মুক্তি পাবে। মেট্রো রেল চলবে রেডিও টেকনোলজির মাধ্যমে, তাই এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব আর নিরাপদ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম