।। প্রথম কলকাতা ।।
Ichhe Putul: জি বাংলার ধারাবাহিক ইচ্ছে পুতুল। মেঘ এক সহজ সরল মেয়ের গল্প। যার জীবন জুড়ে শুধুই না পাবার যন্ত্রণা আর একটু ভালোবাসার প্রতীক্ষা। তবে মুখ বুজে আর সহ্য নয়। ইচ্ছে পুতুলে মেঘের প্রতিবাদ দেখে প্রশংসা নেটপাড়ায়। কয়েক মাস হল শুরু হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচার। পরিবারে সে ছোট, দিদি ও মায়ের জোটের মাঝে সে ধোপে টেকে না। দিদিকে রক্ত দেওয়ার জন্যই তাঁর জন্ম। তবে দ্বিতীয় সন্তানের প্রতি এই অবহেলা মেনে নিতে নারাজ তাঁর বাবা। চোখে হারায় সে তাঁর মেয়েকে।
এই মেঘ সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে ঘুরে দাঁড়াতে শিখে যায়, নিজের আত্মমর্যাদা রক্ষা করতে শিখে যায় তারই গল্প বলে চলেছে এই ধারাবাহিক। সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়, আবারও মেঘ যড়যন্ত্রের শিকার। তাঁর চরিত্রে দাগ দেওয়ার চেষ্টা করে তাঁর দিদি। যা নিয়ে শ্বশুরবাড়িতে আবারও নড়ে যায় তাঁর জায়গা। এবার আর চুপ থাকল না মেঘ। নিজেকে ঠিক প্রমাণ করার চ্যালেঞ্জও গ্রহণ করল না। কেবল বেরিয়ে গেল বাড়ি থেকে। মেঘের বাবা সবসময় মেঘের পাশে থেকেছেন। যখনই সে দুর্বল হয়ে পড়ে, কষ্ট পায়, ভেঙ্গে পড়ে তখনই সেই মুহূর্ত থেকে মেঘকে স্বাভাবিক জগতে ফিরিয়ে আনে তার বাবা। মেঘকে তার বাবা সব সময় শিখিয়েছে অন্যায়ের সাথে কখনো আপোষ করতে নেই। একবার তাকে প্রশ্রয় দিলে সে বারবার মাথায় চড়ে বসবে। আর এইবার মেঘ নিজের বাবার কথাগুলোকে আদর্শ হিসেবে মাথায় নিয়ে এগিয়ে চলছে।
এক পর্বে দেখা যায় সৌরনীল গোটা ক্লাসের সামনে মেঘের নাম পরিবর্তন করার সিদ্ধান্তকে কেন্দ্র করে একটি অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করে এবং মেঘকে এমন কিছু প্রশ্ন করে যা একেবারেই অন্যায্য। মেঘ যতবার বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ততই তাকে ক্লাসের মাঝে বিব্রত করে নীল।
মেঘ কিন্তু এই বিষয়টাকে একেবারেই মেনে নেয়নি। শুধুমাত্র ঘরে নয়, এইবার ঘর থেকে বেরিয়ে বাইরেও সেই একই প্রতিবাদী সত্তা বহন করেছে মেঘ। তাকে যে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে তার জন্য একটি চিঠি লিখে নিজের অভিযোগ গুলো সেই চিঠিতে জানিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে চিঠিটি দেয় মেঘ। মেঘের চিঠিকে কেন্দ্র করে সৌরনীলকে ডাক পাঠানো হয়। এবং মেঘকে অপ্রস্তুত কর অবস্থায় ফেলার জন্য যথেষ্ট কৈফিয়ত দিতে হয় তাকে। আর পাঁচটা বাংলা সিরিয়ালের নায়িকাদের থেকে একেবারেই আলাদা ভঙ্গিতে হাঁটছে মেঘ। আর এই বিষয়টি মন জয় করেছে দর্শকদের। কেবলমাত্র চার দেয়ালের মধ্যে নয়, তার বাইরের জগতেও মেঘকে যদি কেউ আচড়ায়, তার দ্বিগুণ আঁচড় সে ফিরিয়ে দেবে এমনটাই প্রতিজ্ঞা করেছে মেঘ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম