।। প্রথম কলকাতা ।।
Bangladesh Election: মানবাধিকার ইস্যুতে বারংবার উত্তাল হয়েছে বাংলাদেশের রাজনীতি। যুক্তরাষ্ট্রের তরফ থেকে এসেছে একের পর এক নিষেধাজ্ঞা। এবার সেই তুমুল বিতর্কিত নির্বাচন ফাইনালি হতে চলেছে আগামী ৭ই জানুয়ারি। আর সেই নির্বাচন পর্যবেক্ষণ করতে বিশ্বের ৩৮টি দেশ সহ সংস্থাকে আমন্ত্রণ জানাল বাংলাদেশের নির্বাচন কমিশন।
গত ১৫ ই নভেম্বর ঘোষণা হয়েছে বাংলাদেশের তফসিল। তারপর থেকেই দানা বাঁধতে শুরু করে দিয়েছে নানান বিতর্ক। কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, আর কোন দল করবে না তা নিয়ে শুরু হয়েছে তুমুল ডামাডোল। যদিও দেশটার শাসক দল আওয়ামী লীগ সংবিধানের অধীনে নির্বাচন করতে এক পায়ে খাঁড়া। আর ঠিক তেমনটাই হতে চলেছে। তফসিল ঘোষণার পরেই প্রায় ৩৮টি সংস্থা ও দেশকে আনুষ্ঠানিক ভাবে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। বিশ্বের সব দেশ যে আমন্ত্রণ পাবে এমনটা কিন্তু নয়। মূলত যে সব দেশ তাদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ করে, একমাত্র সেই সব দেশ এবং সংস্থাকেই বাংলাদেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়।
সেই তালিকায় রয়েছে ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, তুরস্ক, উজবেকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, থাইল্যান্ড, আজারবাইজান, মালয়েশিয়া, মরিশাস, তিউনিশিয়া, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, সৌদি আরব, চীন, জাপান ও সিঙ্গাপুর। এছাড়া সার্ক ও ওআইসি মহাসচিব, ফেম্বোসা এবং এ-ওয়েব চেয়ারপারসনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের সমস্ত ব্যয়ভার বহন করবে বাংলাদেশের নির্বাচন কমিশন। অন্যান্য বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্যয় কিন্তু নির্বাচন কমিশন বহন করে না। সেক্ষেত্রে আগ্রহীদের নিজ খরচে বাংলাদেশের যেতে হয়। যে সমস্ত বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিক বাংলাদেশে আসতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন ৭ ডিসেম্বর পর্যন্ত। এখনো পর্যন্ত বারোটি দেশের বিভিন্ন সংস্থা সহ পর্যবেক্ষকদের আবেদন জমা পড়েছে।
বাংলাদেশের তফসিল অনুযায়ী দেশটার, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ৭ই জানুয়ারি। ভোটগ্রহণ হবে সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০শে নভেম্বর। নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশ যাবেন ৪৪ জন পর্যবেক্ষক যাবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম