।। প্রথম কলকাতা ।।
Bangladesh: বাংলাদেশের (Bangladesh) এক কিশোরীর স্বপ্ন গায়িকা হবে। গানই (Song) তার স্বপ্ন (Dream) আর ধ্যান জ্ঞান। তাই বাংলাদেশ বর্ডার (Bangladesh Border) পেরিয়ে প্রবেশ করল ভারতের বর্ডারে (Indian Border)। উদ্দেশ্য একটাই, আরো ভালো সুযোগ সুবিধা পেয়ে নিজেকে গায়িকা (Singer) হিসেবে সবার সামনে তুলে ধরা। বাংলাদেশের থেকে ভারতে বেশি সুযোগ সুবিধা রয়েছে, এমনটাই মনে করে ওই কিশোরী। ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে এসেছে বাবা-মাকে না বলে। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফ কর্মীরা তাকে দেখতে পায়। বাংলাদেশি কিশোরীকে তার বাবা-মায়ের কাছে বিজিবির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
ইতিমধ্যেই এই খবর বিএসএফ একটি টুইট বার্তার মাধ্যমে জানিয়েছে, যা এখন ঘুরছে নেটিজেনদের হাতে হাতে। প্রেম বা ভালবাসার টানে সীমান্ত টোপকে এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া একেবারেই নতুন ঘটনা নয়। এর আগে দেখা গিয়েছে বাংলাদেশের তরুণ তরুণী প্রেমের টানে ভারতে এসেছে কিংবা ভারতীয় নাগরিক প্রবেশ করেছেন বাংলাদেশ। এবারের ঘটনা একটু আলাদা। গায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে এক কিশোরী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। বিএসএফ দেখতে পেয়ে বাংলাদেশ বর্ডার বাহিনীর মাধ্যমে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করে। ঘটনাটি ঘটেছে ৪ মার্চ।
২০২২ এর ফেব্রুয়ারিতে প্রেমের টানে অবৈধ ভাবে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে গিয়েছিল এক ভারতীয় যুবক। তাকে সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। ঘটনাটি ঘটে তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজার তেলিপাড়া এলাকায় সীমান্তের শূন্য রেখায়। ভারতের ওই যুবকের বাড়ি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার হরিয়ানি গ্রামের। গত বছর এপ্রিল মাসে বাংলাদেশের এক তরুণকে ভারতে আটক করা হয়। অভিযোগ ছিল, প্রায়ই সময় সীমান্ত পেরিয়ে চকলেটের জন্য ওই তরুণ সাঁতার কেটে ভারতে আসত। ওই তরুণ নিজের পছন্দের চকলেট কেনার জন্য নদীতে সাঁতার কেটে চলে আসতো ত্রিপুরার সিপাহিজলা জেলায়। ওই তরুণ শালদা নদীর নিকট বাংলাদেশের একটি গ্রামের বাসিন্দা। নদীর সামনেই রয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বর্ডার। সে নিজের পছন্দের চকলেট কিনতে বর্ডার পেরিয়ে ভারতে আসত। বর্ডারের মধ্যে ছিল একটি লুকানো গর্ত। সেই গর্ত দিয়ে অনায়াসে ঢুকতো ত্রিপুরাতে। আবার সেই পদ্ধতিতেই ফিরে যেত নিজের দেশে। যদিও সেই গোপনীয়তা বেশিদিন থাকেনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম