।। প্রথম কলকাতা ।।
Bombay High Court: একজন মহিলা গর্ভপাত করাবেন কিনা তার দায়িত্ব সম্পূর্ণ নিজের। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মায়ের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ। সেক্ষেত্রে বিষয়টিকে কঠোর নিয়মে বেঁধে রাখা যাবে না। গর্ভপাত নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। আদালত শুনানিতে বলেছে, একজন মহিলা গর্ভপাত করাবেন কিনা সম্পূর্ণ সিদ্ধান্ত তার নিজের।
আদালতের রায় গিয়েছে আবেদনকারী মহিলার পক্ষে। বেঞ্চ স্পষ্ট ভাবে জানায়, মহিলার গর্ভে সন্তানের গুরুতর সমস্যা থাকলে মহিলার গর্ভপাত হতে পারে। বোম্বে হাইকোর্টের (Bombay High Court) বিচারপতি গৌতম প্যাটেল এবং এস জি ডিজের একটি বেঞ্চ ২০ জানুয়ারির রায়ে মেডিক্যাল বোর্ডের (Medical Board) দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।
এই মামলাটি নিয়ে বহুদিন ধরেই জলঘোলা হচ্ছিল। এক মহিলা আদালতে আবেদন করে জানান, তিনি গর্ভপাত করাতে চান। সোনোগ্রাফিতে দেখা দিয়েছে ভ্রূণের স্বাস্থ্য একেবারেই ভালো নয়। মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল যে ভ্রূণের গুরুতর অস্বাভাবিকতা থাকলেও, গর্ভাবস্থা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাই এমন অবস্থায় গর্ভপাত করানো উচিত হবে না। শুনানিকালে মেডিক্যাল বোর্ডের যুক্তি খারিজ করে ওই নারীর পক্ষে বেঞ্চ রায় দিয়েছে।
সোনোগ্রাফি পরীক্ষার সময় দেখা যায়, গর্ভের ভ্রূণটি গুরুতর সমস্যা রয়েছে এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নিয়ে জন্মগ্রহণ করবে। এরপরই গর্ভপাতের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। আদালত তার আদেশে বলেছে, ভ্রূণ অস্বাভাবিক হলে গর্ভাবস্থার সময়কাল গুরুত্বপূর্ণ নয়। আবেদনকারীর সিদ্ধান্ত নেওয়া সহজ নয় তবে প্রয়োজনীয়। এটি তার সিদ্ধান্ত এবং তাকে একাই বেছে নিতে হবে। অধিকার শুধুমাত্র আবেদনকারীর উপর নির্ভর করে। এক্ষেত্রে মেডিক্যাল বোর্ডের কোন অধিকার নেই।
হাইকোর্ট আরো জানিয়েছে এমন পরিস্থিতিতে যদি গর্ভপাত না করানো হয় তাহলে ভবিষ্যতে মা এবং শিশু জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। এই সিদ্ধান্ত মা এবং তার পরিবারের উপর ঠিক কতটা প্রভাব ফেলবে তা অনুমানের বাইরে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম