।। প্রথম কলকাতা ।।
Covid 19: ক্রমে বেড়েই চলেছে দেশের করোনা সংক্রমণ। উদ্বেগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। রবিবার আপডেট করা ১০,০৯৩কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ভারতে একদিনে করোনায় আক্রান্ত জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭,৫৪২জন। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩১,১১৪ জন। দেশে কোভিডে মৃত্যুর হার ১.১৯ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৫.৬১ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ৪.৭৮ শতাংশ। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে সক্রিয় সংক্রমণের হার ০.১৩ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের শেয়ার করা তথ্য অনুসারে, কোভিড আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪.৪৭ কোটি । তবে উদ্বেগের মধ্যেও স্বস্তি বাড়িয়েছে সুস্থতার হার। দেশে করোনা থেকে সুস্থ হওয়ার হার ৯৮.৬৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই রোগ থেকে সুস্থ হয়েছেন ৬,২৪৮ জন। মারণ ভাইরাস থেকে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪.৪২ কোটি (৪,৪২,২৯,৪৫৯ জন)।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে এখনও পর্যন্ত ২২০.৬৬ কোটি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ৮০৭টি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ১,৭৯,৮৫৩টি কোভিড পরীক্ষা করা হয়েছে।
ইতিমধ্যেই করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রতি রাজ্যেই সতর্কতা অবলম্বনের জন্য বার্তা পাঠানো হয়েছে। সুস্থ থাকতে মাস্ক পরা, বারবার স্যানিটাইজার হাত ধোয়া এবং সেই সঙ্গে দূরত্ববিধি বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার পর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদেরর তরফে জনসাধারণকে বারে বারে সচেতন করা হচ্ছে। চারটি রাজ্যে জনবহুল এলাকায় মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে হরিয়ানা, মহারাষ্ট্র, কেরল ও পুদুচেরি।
#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/yh4nQ17oOK pic.twitter.com/FKTg1bDb1p
— Ministry of Health (@MoHFW_INDIA) April 16, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম