।। প্রথম কলকাতা ।।
এখনই জাতীয় দলে অবসর নয়, জানিয়ে দিলেন লিওনেল মেসি। বিশ্বকাপের আগে মেসি স্বয়ং জানিয়েছিলেন কাতার বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ। শুধু তাই নয় সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয়ের আর্জেন্টাইন সুপারস্টার জানিয়েছিলেন নীল-সাদা জার্সিতে ফাইনালই যে তাঁর শেষ ম্যাচ। বিশ্বকাপ ফাইনালের আগে এমন ঘোষণায় হৃদয়ভাঙে মেসি ভক্তদের। মেসির বয়স এখন ৩৫। পরবর্তী বিশ্বকাপে তাঁর বয়স হবে ৩৯। এই বয়সে মেসি যে বিশ্বকাপ খেলবেন তা হয়তো কল্পনা করতে পারেননা মেসির অতিবড় ভক্তও।
স্বপ্নপূরণ হয়েছে লিওনেল মেসির! অধরা বিশ্বকাপ ট্রফির ছোঁয়া পেয়েছেন বর্তমান ফুটবলের এই জাদুকর। ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টাইন সমর্থকদের স্বপ্নপূরণ করেছেন তিনি। গত বছর কোপা আমেরিকা জয়ের পর এবার বিশ্বজয়। একের পর এক সাফল্যের ভেলায় ভাসছেন আর্জেন্টিনার প্রাণভোমরা। আরও কিছুদিন নীল-সাদা জার্সিতে রাঙিয়ে দিয়ে যেতে চান লিওনেল মেসি। দেশের জার্সিতে সব কিছু পাওয়া হয়ে গেলেও সতীর্থদের সঙ্গে তিনি উপভোগ করছেন। “আমি সৌভাগ্যবান যে ক্যারিয়ারের সবই অর্জন করতে পেরেছি। যেটা এত দিন ছিল না, সেটাও হয়ে গেল।” তবে এত তাড়াতাড়ি অবসর নিতে চাননা মেসি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “আমি ফুটবল ভালোবাসি। জাতীয় দলে বর্তমান সদস্যদের সঙ্গে থাকাটাকে উপভোগ করছি। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আরও কয়েকটা দিন দলের সঙ্গে কাটাতে চাই।” প্রিয় তারকার এমন ঘোষণার পর স্বাভাবিকভাবেই স্বস্তির হাসি ভক্তদের মুখে। হয়তো আগামী কোপা আমেরিকায় নীল-সাদা জার্সিতে আবারও মাতিয়ে দেবেন ফুটবলের এই জাদুকর।