।। প্রথম কলকাতা ।।
Hair Conditioner: চুল হবে সিল্কের মতো মসৃণ। বাজার চলতি কন্ডিশনারে নয়, ঘরোয়া উপকরণেই আপনি আপনার চুলকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারেন। শ্যাম্পুর পর শুষ্ক রুক্ষ চুলকে ঝলমলে প্রাণবন্ত করতে অনেকেই কন্ডিশনার ব্যবহার করেন। কিন্তু বাজার চলতি অধিকাংশ কন্ডিশনারে থাকে নানান রকম কেমিক্যাল যা চুলের ক্ষতি করে। দীর্ঘদিন একটানা কন্ডিশনার ব্যবহার করলে প্রচুর পরিমাণে চুল ঝরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। উপরন্তু বাজার চলতি কন্ডিশনার দামও বেশি হয়। তাই আপনি প্রাকৃতিক ভাবে বাড়িতে বানাতে পারেন কন্ডিশনার, যা আপনার চুলকে গোড়া থেকে মজবুত করবে এবং চুলের পুষ্টি ফিরিয়ে দেবে।
(১) শ্যাম্পু করার কয়েক ঘন্টা আগে একটি কাপে যতটা পরিমাণ শ্যাম্পু লাগবে তার সঙ্গে অ্যালোভেরা এবং কিছুটা চিনি মিশিয়ে রেখে দিন। মোটামুটি এক চা চামচ চিনি নিলেই হবে। এই উপকরণগুলি একত্রে মিশিয়ে শ্যাম্পু করলে কন্ডিশনারের কোন প্রয়োজনই পড়বে না, উপরন্ত চুল কম ঝরবে।
(২) একটা ডিম, একটু মধু, ভিনিগার, লেবুর রস আর অলিভ অয়েল একত্রে মিশিয়ে বানিয়ে নিন প্রাকৃতিক কন্ডিশনার। সবগুলি উপকরণ ব্লেন্ডারে ভালো করে মিশিয়ে নিলে আরো ভালো হবে। শ্যাম্পুর পর এই পেস্ট চুলের ডগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে অন্তত ১০ থেকে ১৫ মিনিট রেখে তারপরে ভালোভাবে ধুয়ে ফেলুন। এই মিশ্রণ চুলকে হাইড্রেটেড রাখবে, চুল পড়া আটকাবে এবং ঝকঝক করবে।
(৩) নারকেল তেল এবং মধু মিশ্রণকে কন্ডিশনার হিসেবে অনেকেই ব্যবহার করেন। পারলে এই মিশ্রণের সঙ্গে আপনি লেবুর রস, দুই টেবিল চামচ দই আর এক চা চামচ গোলাপ জল মিশিয়ে নিতে পারেন। শ্যাম্পুর পর এই মিশ্রণ চুলে লাগানোর ১০ থেকে ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন।
(৪) দইতে রয়েছে বিশেষ প্রোটিন সামগ্রী এবং ল্যাকটিক অ্যাসিড, যা মাথার ত্বক পরিষ্কার করে। একটি ডিম ফেটিয়ে তার সঙ্গে ছয় টেবিল চামচ দই মিশিয়ে নেবেন। এই মিশ্রণটি শ্যাম্পুর পর চুলে অন্তত ১৫ থেকে ৩০ মিনিট লাগিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন। এই উপকরণ গুলি ব্যবহারে আপনার চুলকে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম