।। প্রথম কলকাতা ।।
Pankaj Tripathi: ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ তিনি। নানা চরিত্রে সাবলীলভাবে অভিনয় করেছেন। তবে এবার যে চরিত্রে কাজ করছেন, তার জন্য পরিশ্রম একটু বেশিই করতে হচ্ছে। সেকথা নিজেই জানিয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Bajpayee) জায়গায় নিজেকে দাঁড় করানো কতটা চ্যালেঞ্জিং, তা নিয়ে কথা বলেছেন অভিনেতা।
অটল বিহারী বাজপেয়ীর বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পঙ্কজ বাবু। এর আগে সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) এই খবর জানিয়ে তিনি লেখেন, ‘ভারত জমিন কা টুকরা নেহি, জিতা জাগতা রাষ্ট্রপুরুষ হ্যায়’। সেইসঙ্গে বলেন, বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে পারা তাঁর কাছে অত্যন্ত সৌভাগ্যের। এবার ফের সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি শেয়ার করেছেন অভিনেতা। তিনি হিন্দিতে যা লিখেছেন তার বাংলা সারমর্ম দাঁড়ায়, ‘ভয়, উত্তেজনা সমস্তকিছু একসঙ্গে রয়েছে। আর তার সঙ্গে অনেক আন্তরিকতা নিয়ে আমি অটল চরিত্রে অভিনয় করতে চলেছি। আমি অটল’। তিনি যে চরিত্রে পর্দায় অভিনয় করতে চলেছেন, তা তাঁর কাছে একটা বড় চ্যালেঞ্জ। তবে তিনি মনে করেন, তাঁর আশীর্বাদ রয়েছে তাঁর সঙ্গে। হ্যাশট্যাগ দিয়ে লেখেন, #MainAtalHoon।
অভিনেতার পোস্টে কেউ মন্তব্য করেছেন, ‘এই ছবি এবং তাতে আপনার অভিনয় সবসময় স্পেশাল থাকবে’। অনেকেই তাঁকে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন। ‘মির্জাপুর’, ‘মিমি’, ‘স্ত্রী’র মতো সিনেমায় তাঁর অভিনয় দেখার মত ছিল। এবার অটল, ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন তিনি। ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata Party) প্রথম নেতা যিনি দেশের প্রধানের কুর্সি সামলেছেন। এবার তাঁর চরিত্রে পর্দায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম