।। প্রথম কলকাতা ।।
উত্তাল বঙ্গোপসাগরে ফুঁসছে তেজ। ভারতের কোন কোন রাজ্য তেজের রোষানলে? আইএমডি-র আশঙ্কায় ছুটছে ঘুম। বিধ্বংসী এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে কবে, কোথায়? কতটা শক্তিশালী এই সাইক্লোন? বাংলা কতটা সুরক্ষিত? দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কবে থেকে? আগামী ৫ দিনে ভাসবে এই দুই রাজ্য। বিপর্যয় মোকাবিলায় কতটা এগিয়ে ভারত? রইল আবহাওয়ার ফ্রেশ আপডেট। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় তেজ। হাওয়া অফিস বলছে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে।
রিস্ক বাড়ছে কোন কোন রাজ্যে?
কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে বিধ্বংসী আকার নিয়ে এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে মৌসম ভবন। এর জেরে আগামী পাঁচদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কোন কোন রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস? মূলত বৃষ্টিপাত হতে পারে অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী জেলাগুলোতে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তিশালী হয়ে উত্তর পশ্চিমদিকে এগিয়ে যাবে। অন্ধ্র প্রদেশের দক্ষিণের জেলাগুলিতে এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে, ভারী থেক অতিভারী বৃষ্টি হবে। তবে শুধু অন্ধ্র প্রদেশই নয়, ওডিষ্যার উপকূলবর্তী এলাকাগুলোতেও নাগাড়ে বৃষ্টিপাত চলবে। উড়িষ্যার দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টি হলেও হালকা বৃষ্টি হবে অন্য জেলাগুলিতে। IMD-র তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওডিশার আটটি জেলায়। তালিকায় রয়েছে ময়ূরভঞ্জ, কেওনঝড়, খান্দমহল, গঞ্জাম, গজপতি, রায়গড়, কোরাপুট, মালকনগিরি। আর, ওড়িশা লাগোয়াই বাংলা, মানে ঘূর্ণিঝড় তেজের প্রভাব যে বাংলায় পড়বে তা বলার অপেক্ষা রাখে না।
সময়ের সাথে সাথে এই ঘূর্ণাবর্ত হবে আরও শক্তিশালী। তবে, যে কোনও বিপর্যয় মোকাবিলায় অনেকটাই এগিয়ে ভারত, কারণ সাম্প্রতিক সময় এই দেশে বিপর্যয় মোকাবিলার পরিকাঠামোর অনেকাংশেই উন্নতি হয়েছে। তার প্রমাণ ও মিলেছে বারংবার। কিছুদিন আগেই ঘূর্ণিঝড় বিপর্যয় তৈরি হয়েছিল। যার জেরেই দেশে বিলম্বিত হয়েছে বর্ষা। গুজরাট উপকূলে আছড়ে পড়েছিল এই শক্তিশালী ঘূর্ণিঝড়। তবে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল স্থানীয় প্রশাসনের তরফে। বৈঠক করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারেও পরিস্থিতি অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে যখন, গুজরাত, রাজস্থান, পঞ্জাব, চন্ডিগড়, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তখন দেশের অন্য প্রান্তের পরিস্থিতিটা কী? ভারী বৃষ্টিতে ভাসবে বাংলাও? হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতায় মেঘ-রৌদ্রের মাঝে হতে পারে হালকা বৃষ্টিও। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম