।। প্রথম কলকাতা ।।
ফেব্রুয়ারিতে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ভিক্টোরিয়ান প্রিমিয়ার লিগে খেলে ম্যাক্সওয়েল ৬১ রান করেন। বন্ধুর পার্টিতে পিছলে পড়ে পা ভেঙেছিলেন ম্যাক্সওয়েল। সেই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও বিদায় নিতে হয় অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে। পরে অস্ত্রোপচারও করতে হয়ে। সাড়ে তিন মাস মাঠের বাইরে কাটাতে হয় ম্যাক্সওয়েলকে।
গ্লেন ম্যাক্সওয়েল ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ” গত সাড়ে ৩ মাস ধরে এটি একটি বেশ দীর্ঘ যাত্রা হয়েছে, তাই প্রচুর সকালের সেশন, জিম, পুনর্বাসন, পুল সেশন, ফিজিও।” তিনি আরও বলেন, “মনে হচ্ছে যে আমি এখন এর পিছনের দিকে আছি এবং কিছু ক্রিকেট খেলতে পেরেছি যা আমি গর্বিত।” ফিটনেস লেভেল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অজি অলরাউন্ডার স্বীকার করেন যে তিনি ধীরে ধীরে কাজের চাপ বাড়াচ্ছেন এবং পুরোপুরি তিনি ফিট নন।
অস্ট্রেলিয়া ভারত সফরে টেস্ট সিরিজে খারাপ পারফর্ম করছে। পরপর দুই টেস্টে পরাজিত হয়েছে অজিরা। টেস্ট সিরিজের পর আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটি ওডিআই সিরিজ খেলবে। ভারতের বিরুদ্ধে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেন ম্যাক্সওয়েল। অজি অলরাউন্ডার জানিয়েছেন, যে তিনি এত অল্প সময়ের মধ্যে পুনরুদ্ধার করতে পর্দার পিছনে অনেক কাজ করেছেন। সামনেই আইপিএল। ম্যাক্সওয়েল ফিরে আশায় স্বভাবতই খুশির হাওয়া আরসিবি শিবিরে।