।। প্রথম কলকাতা ।।
Kolkata Pollution: শহর কলকাতার বাতাসে ক্রমশ দূষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যেখানে দীপাবলির সময় কলকাতার দূষণের মাত্রা ছিল অনেকটাই কম সেই জায়গায় শীত আসতেই নতুন সমস্যা দেখা দিয়েছে। ক্রমশ বেড়ে চলেছে শহরে দূষণের পরিমাণ। এখনও পর্যন্ত জাঁকিয়ে সেভাবে শীত পড়েনি। তার আগেই বালিগঞ্জ, ভিক্টোরিয়া, ফোর্ট উইলিয়াম, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এমনকি রবীন্দ্র সরোবর এলাকাতেও দূষণের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই বেশি বলে জানাচ্ছে ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের রিপোর্ট।
নিউজ ১৮ বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদনে এই সম্পর্কে পরিবেশবিদ এবং চিকিৎসকদের কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে। সেই প্রতিবেদন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে এই রাজ্যে এরোসল দূষণের পরিমাণ বাড়বে প্রায় ৮ শতাংশ। এমনটাই বলছে বোস ইনস্টিটিউটের একটি গবেষণাপত্র। এইভাবে যদি এরোসল দূষণের মাত্রা বাড়তে থাকে তাহলে এই রাজ্য দূষণের দিক থেকে রেড জোনে ঢুকে পড়বে।
এরোসল আসলে কী জানেন ?
এরোসল হল বাতাসে ভাসমান সূক্ষ্ম উপাদান যা সমুদ্রের লবণ, ধুলো, জৈব কার্বন, PM 2.5, PM10 দিয়ে তৈরি হয়। যে কোন মানুষের শরীরে এই এরোসল ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে। এওডি পরীক্ষার মাধ্যমে কোন এলাকার বাতাসে কত পরিমান এরোসল রয়েছে তা জানা যায়।
এই প্রসঙ্গে কলকাতা বোস ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর অভিজিৎ চট্টোপাধ্যায় এবং গবেষক মনামী দত্ত জানিয়েছেন, যে গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছে সেখানে রাজ্যে এরোসল পলিউশন ক্রমশ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যার ফলে ব্যাপক সমস্যার দেখা দিতে পারে । এমনিতেই পশ্চিমবঙ্গে দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় বহু মানুষ বিভিন্ন ধরনের অসুখে ভুগছেন। এরপর দূষণের মাত্রা যদি আরও বৃদ্ধি পায় তাহলে তা রাজ্যে বসবাসকারী মানুষের জন্য অত্যন্ত হানিকারক হয়ে উঠতে পারে।
কীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে এরোসল দূষণ ?
গবেষক মনামী দত্তের কথায়, এরোসলের প্রধান উৎস হিসেবে বলা যায় রাস্তাঘাটের ধুলো, গাড়ি চলাচল করলে যে ধোঁয়া সৃষ্টি হয় তা এবং জ্বালানির ধোঁয়া প্রভৃতি। এছাড়াও বিভিন্ন নির্মাণ কাজে ব্যাপক পরিমাণ ধুলো ছড়িয়ে পড়ে আশেপাশের বহু এলাকায়। এতে এরোসল দূষণের পরিমাণ ক্রমশ বাড়ে। যানবাহন গুলিতে পুরনো ইঞ্জিনকে আপডেট করা, এছাড়াও পুরনো গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করলে তা অনেক পরিমাণে কমতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম