।। প্রথম কলকাতা ।।
ভয়ঙ্কর সব অস্ত্রে ভরে উঠেছে ভারতের অস্ত্রভাণ্ডার। এই ৮ শক্তিশালী অস্ত্রে কালঘাম ছুটছে শত্রুদের। চীন পাকিস্তানের হার্টবিট বাড়াচ্ছে কোন খতরনাক ক্ষেপণাস্ত্র? দেশের অস্ত্রভাণ্ডারে নজরকাড়া পারফরম্যান্স কাদের? কেন ভারতের এই ৮ অস্ত্রে নজর গোটা বিশ্বের? যে অস্ত্রগুলোর নামেই কেঁপে ওঠে। যে কোনও যুদ্ধে একটি দেশের সবথেকে বড় হাতিয়ার মিসাইল ও ক্ষেপণাস্ত্রের সম্ভার, বৈচিত্র্য। আর, মোদী সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষেপণাস্ত্র বৃদ্ধিতে কয়েক বছর ধরেই জোর দিয়ে আসছে।ভারতের ক্ষেপণাস্ত্রের সম্ভার গোটা বিশ্বের সম্ভ্রম আদায় করে নিয়েছে। তালিকায় রয়েছে মিসাইল
১. অগ্নি-৫
২. পৃথ্বী-২
৩. ব্রাক্ষ্মস
৪. অগ্নি-৪
৫. শৌর্য্য
৬. আকাশ
৭. নাগ
৮. অস্ত্র
৩০০ কিলোমিটার দূরে থাকা শত্রু ঘাঁটিতে আঘাত হানতে পারে ভারতের ব্রক্ষ্মাস্ত্র ব্রাক্ষ্মস। দ্রুতগামী ক্রুজ মিসাইল যা শব্দের গতিবেগের থেকে প্রায় তিনগুণ গতিতে মানে প্রতি ঘণ্টায় ৩ হাজার ৪৫৭ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্রটি।
অগ্নি ৫ অন্তত ৫০০০ কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে পারে। শত্রুঘাঁটি উড়িয়ে দিতে পারে এই মিসাইল। এক টনের বেশি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে অগ্নি ৫। এই মিসাইলের নকশা করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন। এই ব্যালাস্টিক মিসাইল ভারত থেকে উৎক্ষেপণ করলে সোজা চিনের উত্তর ভূখণ্ডেও আঘাত হানতে পারবে
পৃথ্বী-২ ও একেবারে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এটি একটি শর্ট-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ ৩৫০ কিলোমিটারের আশেপাশে।
অন্যদিকে, অগ্নি ৪ পরমাণু অস্ত্র বইতে সক্ষম। এই মিসাইল তার থেকে ৪০০০ কিলোমিটার দূরের লক্ষ্যে গিয়ে আছড়ে পড়ার ক্ষমতা রাখে। শত্রুর উপর আঘাত হানতে ব্যাপকভাবে কার্যকরী।
শৌর্য্য একটি হাইপারসনিক সারফেস টু সারফেস মাঝারি রেঞ্জের কার্যকরী ব্যালিস্টিক মিসাইল। এটি প্রচলিত এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। রেঞ্জ ৭০০ থেকে ১৯০০ কিলোমিটার। ঘণ্টায় এর গতিবেগ ৯ হাজার ১৯০ কিলোমিটার। বহন করতে পারে ২০০ থেকে ১০০ কেজি ওজনের অস্ত্র। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্র।
আকাশে যদি শত্রু পক্ষের কোনও রকেট বা ড্রোন হামলা চলে তবে সেক্ষেত্রে শত্রুপক্ষের সেই রকেট বা ড্রোনটিকে তৎক্ষণাৎ ধ্বংস করতে পারে আকাশ মিসাইল। এয়ার ডিফেন্স মিলাইল সিস্টেমটি ৪৫০০ মিটার উচ্চতায় ছোঁড়া যেতে পারে।
মারাত্মক বিষাক্ত সাপের এক ছোবলেই যেমন মৃত্যু নিশ্চিত ঠিক তেমনই এক অস্ত্র রয়েছে ভারতের অস্ত্রভাণ্ডারে। শত্রু পক্ষের ট্যাঙ্ক রুখে দিতে দক্ষ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেট মিসাইল ‘নাগ’। ক্ষেপণাস্ত্র নাগ ছোড়ার পর লক্ষ্যবস্তুকে নিজের থেকেই নির্ভুল ভাবে খুঁজে নেয়। মিসাইল নাগকে ভূমি এবং আকাশ দুই জায়গা থেকেই নিক্ষেপ করা যায়। লঞ্চিং প্যাড থেকে ৪ কিলোমিটার দূরে থাকা ট্যাঙ্ককে গুঁড়িয়ে দিতে পারে নাগ।
এছাড়া আকাশ থেকে হামলা চালাতে পারে, খুবই কম খরচে উন্নতমানের মিসাইল অস্ত্র। বিপক্ষের এয়ার ডিফেন্সের মোড়ককে না ছুঁয়েই আঘাত হানতে পারে তাদের যুদ্ধ বিমানে।
এক সে বড়কর এক। আর এইসব মিসাইলের মজুদ দিনে দিনে ভারতীয় সেনার অস্ত্রাগারকে আরও বেশি শক্তিশালী করে তুলছে।ভারতের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা দেখে প্রতিপক্ষ দেশ হিংসা করে। তুখোড় পারফরম্যান্সের জন্য সহজেই গোটা বিশ্বের নজরে পড়ে যায় ভারতের খাতারনাক সব অস্ত্র।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম