।। প্রথম কলকাতা।।
Tiljala Fire : বাঁশদ্রোণীর পর এবার তিলজলা। তিলজলার প্রিন্টিং কারখানায় ভয়াবহ আগ্নিকাণ্ড। তার জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুজনের। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বাবা ও ছেলের। এই ঘটনায় গোটা এলাকায় আলোড়ন পড়ে যায়। জানা গেছে, তপসিয়া রোড এলাকার ওই কারখানায় জুতোতে প্রিন্টিংয়ের কাজ করা হতো। এই অগ্নিকাণ্ডে জোর চর্চা শুরু হয়েছে। আগুন লাগার সময় দোকানেই ছিলেন তিনজন। তাই তিনজনই অগ্নিদগ্ধ হন।
জানা গেছে , আজ সাতসকালে তপসিয়া থানা এলাকার তিলজলায় হাওয়াই চটি রং করার কারখানায় আগুন লাগে। আগুনের ফুলকি দেখেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে তৎপর হয় । ঘটনায় খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল কাজ শুরু করলেও বাঁচানো যায়নি দু’জনকে। দোকানের ভিতরে দাহ্য় পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়়ে। দোকানটি সংকীর্ণ এলাকায় হওয়ায় দমকলের ইঞ্জিন ভিতরে প্রবেশ করতে পারেনি। পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নেভানোর কাজ হয়েছে।
সূত্রের খবর , বাবা ও দুই ছেলে রাতে শুয়েছিলেন ওই কারখানাতেই । বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল তারা কাজ করেছিলেন অনেক রাত পর্যন্ত। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা তা নেভাতে প্রাথমিকভাবে হাত লাগান। পরবর্তী পর্যায়ে দুজনের অগ্নিদগ্ধ্ অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়।