।। প্রথম কলকাতা ।।
Smartphone Tips: স্মার্টফোনের (Smartphone) মধ্যেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর রোগ, যা ধীরে ধীরে আপনার শরীরে প্রবেশ করবে। আপনি ধরতেও পারবেন না। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার (Smartphone Use) বা রাত্রে ফোন মাথার কাছে রেখে ঘুমানো যে কতটা বিপ্পজনক তা কম বেশি সবাই জানেন। আপনি কম সময় স্মার্টফোন ব্যবহার করেও জটিল রোগে আক্রান্ত হতে পারেন। স্মার্টফোন হল জীবাণুদের আঁতুঘর। বর্তমানে মানুষের ব্যস্তময় জীবনে নিত্য সঙ্গী স্মার্টফোন। একে বাদ দিয়ে দু পা চলা যেন দুষ্কর। অফিস থেকে কিংবা বাইরে বাজার থেকে বাড়ি ফিরে হাত মুখ ভালোভাবে ধুচ্ছেন, সমস্ত জিনিসপত্র স্যানিটাইজ করছেন, কিন্তু ফোনের দিকে নজর রাখছেন কি ? কথা বলার সময় ফোন একদম মুখের কাছে থাকে অর্থাৎ সরাসরি মুখের সংস্পর্শে আসে। কখনো বা বন্ধুদের মাঝে গল্প করতে করতে অন্যের হাতে ফোন দিয়ে দেন। তিনি যদি কোন সংক্রমণজনিত রোগে আক্রান্ত হন তাহলে আপনার ফোনে থেকে যাবে সেই ভাইরাস।
এক সমীক্ষার তথ্য অনুযায়ী, একটি সেলফোন একটি টয়লেট সিটের চেয়ে দশগুণ বেশি ব্যাকটেরিয়া বহন করতে পারে। এমন পরিস্থিতিতে করোনাভাইরাস থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশ অনেকাংশে বেড়ে যায়। সেলফোন জীবাণু আর ব্যাকটেরিয়া দ্বারা বেশি প্রভাবিত হয়। তাই রোগ সংক্রমণ থেকে বাঁচতে ফোনের প্রতি অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করুন।
(১) বন্ধুদের মাঝে গল্প করার সময় অন্যের হাতে ফোন দেওয়া এড়িয়ে চলুন। যদিও বা কাউকে ভুল করে ফোন দিয়ে ফেলেন, তাহলে অবশ্যই অ্যান্টি-ব্যাকটেরিয়াল ওয়াইপ দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে।
(২) ফোনের কোণায় কোণায় অনেক সময় ভালোভাবে পরিষ্কার করতে না পারলে, সেক্ষেত্রে টুথপিকের মাথায় তুলো দিয়ে পরিষ্কার করতে পারেন।
(৩) প্রতিনিয়ত যদি সরাসরি স্যানিটাইজার বারংবার ফোনে ব্যবহার করেন, তাহলে স্মার্ট ফোনের স্ক্রিন দ্রুত নষ্ট হয়ে যায়। আর ফোনের স্ক্রিন নষ্ট হয়ে যাওয়া মানে বেশ মোটা অঙ্কের ক্ষতি। তাই জীবাণুনাশক স্প্রের পরিবর্তে হালকা একটি সুতির কাপড় নিন। সুতির কাপড় স্যানিটাইজার দিয়ে একটু ভিজিয়ে ফোন মুছতে পারেন। ৬০% জল ও ৪০% অ্যালকোহল কাপড়ে নিয়ে ফোন ভালোভাবে মুছে নিলেও হবে।
(৪) সবথেকে ভালো হয়, যদি ফোন ভালোভাবে একটি কভার দিয়ে রাখেন। সর্বদা চেষ্টা করবেন বাইরে থেকে এসেই ফোনে কথা না বলার। ফোন ভালো ভাবে জীবাণু মুক্ত করে তবেই ব্যবহার করুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম