।। প্রথম কলকাতা ।।
মেসেজিং প্লাটফর্মের যদি কথা বলি তাহলে বর্তমানে Whatsapp -কে কড়া প্রতিযোগিতার মধ্যে ফেলেছে Telegram। একের পর এক নতুন ফিচারের ফলে ক্রমশ ইউজারদের আকৃষ্ট করছে এই অ্যাপ।
সম্প্রতি একগুচ্ছ নতুন ফিচার লঞ্চ হয়েছে প্ল্যাটফর্মে। যার মধ্যে উল্লেখযোগ্য ডিলিট অল চ্যাট, টপিকস ২.০, অস্থায়ী কিউআর কোড, স্প্যাম মেসেজ ফিল্টার, কাস্টম ইমোজি সহ অনেক কিছু। এবার সেগুলিকেও ছাপিয়ে গিয়েছে Telegram এর ‘নো-সিম সাইন ইন’ (No Sim Sign In) ফিচার।
হ্যা ঠিকই শুনেছেন, সিম কার্ড ছাড়াই নাকি লগ ইন করা যাবে Telegram। যা অন্যান্য অ্যাপগুলির ক্ষেত্রে কার্যত অসম্ভব। কীভাবে এই ফিচার কাজ করে? এর শর্ত কি কি? চলুন একটু বিশদে জানা যাক।
আরও পড়ুন : মাত্র 2 টাকায় ভারতে চালু Spotify সাবস্ক্রিপশন, বিনা বাঁধায় স্ট্রিম ও ডাউনলোড হবে গান
Telegram নো সিম সাইন ইন ফিচার
এক্ষেত্রে প্রথমে বলে রাখি, Telegram খুললে দেখবেন এখানে অপরিচিত কোনও ব্যক্তিদের মোবাইল নম্বর প্রদর্শিত হয়না। যার ফলে সুরক্ষার দিক দিয়ে অনেকটা আস্বস্ত থাকা যায়। তবে নতুন ফিচারটির ফলে নিরাপত্তার স্তর আরও একটু বেড়ে যাবে বলেই মনে হচ্ছে। কিন্তু মোবাইল নম্বর ছাড়া কীভাবে লগ ইন করবেন?
এর জন্য আপনাকে ব্লকচেইন-চালিত বেনামী নম্বর ব্যবহার করতে হবে যা ফ্র্যাগমেন্ট (Fragment) প্ল্যাটফর্মে উপলব্ধ। এই
ফ্র্যাগমেন্ট হল সম্পূর্ণ বিকেন্দ্রীভূত নিলাম প্ল্যাটফর্ম যা বেনামী নম্বর এবং ইউজার নেম বিক্রি করে থাকে। বিশ্বব্যাপী বহু ইউজার নিজের প্রাইভেসি বজায় রাখার জন্য এই ইউজারনেম ও মোবাইল নম্বর ব্যবহার করে।
আরও পড়ুন : Maruti-র গাড়ি নাকি দেশলাই বাক্স! ক্র্যাশ টেস্টে 1 স্টার পেতেই প্রতিক্রিয়া নেটাগরিকদের
• Telegram এ এটি ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি আপডেট করতে হবে।
• তারপর Telegram ওপেন করতে Get Started বাটনে ক্লিক করতে হবে।
• এবার ব্লকচেইন প্ল্যাটফর্ম ফ্র্যাগমেন্ট থেকে নেওয়া মোবাইল নম্বরটি এন্টার করতে হবে। একটি ওটিপি আসবে ফ্র্যাগমেন্ট প্ল্যাটফর্মে যা Telegram এ এন্টার করতে হবে।
• ওটিপি দিয়ে ভ্যালিডেট করলেই সিম কার্ড ছাড়াই Android অথবা iPhone এ বিনা বাঁধাই Telegram ব্যবহার করতে পারবেন।