।। প্রথম কলকাতা ।।
তেজস থেকে বের হচ্ছে খতরনাক অস্ত্র। পাকিস্তানের অশান্তি বাড়াতে তেজস নিয়ে বড় আপডেট। বাঘের বাচ্চা ১০০ কিমি এয়ার-টু-এয়ার BVR মিশাইল। একসঙ্গে দুটে সাকসেস ভারতের ডিফেন্সে। ঘুঘু দেখেছে পাকিস্তান ফাঁদ এখনও দেখেনি, এবার তেজস দেখাবে সেটাই। পুরোনো তেজস কি পাল্টে ফেলা হল? তেজসে ফাইটার জেটে এবার সর্বনাশা BVR মিসাইল। বেঙ্গালুরুর ‘হিন্দুস্তান অ্যরোনটিক্স লিমিটেড’ (হ্যাল)-কে ১০০টি তেজস মার্ক-১এ বরাত দেওয়া হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এবার সীমান্তে ধামাকার প্রস্তুতি নেওয়া হচ্ছে এটা স্পষ্ট।
BVR মিসাইল কী?
খবর মিলছে গোয়ার সমুদ্র সৈকতের আকাশে অস্ত্র পরীক্ষা করা হয়েছিল। অস্ত্র একটা মিশাইলের নাম যা তেজস থেকে ছোঁড়া হয়। পাকিস্তান সীমান্তের কাছে একটি বিমানঘাঁটিতে ডানা মেলে দাঁড়িয়ে রয়েছে তেজস পাকিস্তান থেকে কোনো যুদ্ধবিমান এলে তাদের আটকানো এবং আকাশেই ধ্বংস করার দায়িত্ব তেজসের আর সেই ধ্বংসটাই করবে ভারতের অস্ত্র মিসাইল। অস্ত্র হল একটি অত্যাধুনিক BVR ক্ষেপণাস্ত্র। বাতাস থেকে বাতাসে শত্রুর নাশ করে। এর সাহায্যে ফাইটার জেটের মতোই খুব চটপটে লক্ষ্যবস্তুও ধ্বংস করা যায়। অস্ত্র-র রেঞ্জ ১০০ কিলোমিটারের বেশি বলে জানা গেছে। বাতাসে দুটি ফাইটার প্লেনের মধ্যে লড়াই হলে BVR মিসাইল খুব গুরুত্বপূর্ণ।
অস্ত্র মিশাইল কার থেকে কিনল ভারতবর্ষ? ফ্রান্স না রাশিয়া? এর মধ্যে কোনটাই নয়, সম্পূর্ণ দেশীয় এই মিশাইল অস্ত্র যৌথভাবে DRDL (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি) DRDO-এর RCI (রিসার্চ সেন্টার বিল্ডিং) এবং অন্যান্য সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে। এদিকে বিগ আপডেট তেজসকে নিয়েও বায়ুসেনা সূত্রের খবর, মূলত ষাটের দশকের রুশ মিগ-২১-এর পরিবর্তে এবার ব্যবহার করা হবে দেশীয় প্রযুক্তির তেজস মার্ক-১এ হালকা যুদ্ধবিমানগুলি। আগামী কয়েক বছরে ৩০০-রও বেশি তেজস যুদ্ধবিমান শামিল হবে ফাইটার স্কোয়াড্রনগুলিতে এমনটাও খবর মিলছে অলরেডি।
জেনে রাখুন ভারতের পাশাপাশি মালয়েশিয়ার বিমানবাহিনীও সম্প্রতি তেজস মার্ক-১ কেনার সিদ্ধান্ত নিয়েছে। তেজসকে ‘অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারো রেডার’ (এএসইএ), মিড এয়ার ফুয়েলিং এবং‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্রে সজ্জিত করার কাজও সম্পূর্ণ করে ফেলেছে হ্যাল। এই সব খবরই পৌঁছে গেছে আইএসআইয়ের কানে। পাকিস্তান সতর্ক সেটা স্পষ্ট৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম