।। প্রথম কলকাতা ।।
বড় বড় কোম্পানি যেমন Xiaomi, Samsung, Moto, OnePlus -দের টেক্কা দিতে দুর্ধর্ষ ফিচার নিয়ে মাঠে নামলো টেকনো পোভা ৪ (Tecno Pova 4)। মূল্য রেঞ্জের মধ্যে থাকলেও ফিচারে কোনোরকম কমতি রাখেনি কোম্পানি। বর্তমানে অনেকেই ভালো ক্যামেরা ও প্রসেসরের পাশাপাশি একটু উন্নত ব্যাটারি খোঁজে। যা একবার চার্জ দিলে অনেকক্ষণ চলতে পারবে। ঠিক সেই উদ্দেশ্য নিয়েই লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। দেরি না করে চলুন এই ফোনের বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
Tecno Pova Price & Availability : টেকনো পোভা ৪ স্মার্টফোনের দাম ও প্রাপ্যতা
ভারতে এটি একটি স্টোরেজের সাথেই লঞ্চ হয়েছে। যা হল 8GB RAM+128GB ইন্টার্নাল স্টোরেজ। এই ফোনের দাম 11,999 টাকা। এটি ক্রায়োলাইট ব্লু, ইউরানোলিথ গ্রে এবং ম্যাগমা ওরেঞ্জ এই তিনটি রঙে কিনতে পাওয়া যাবে। স্মার্টফোনটির সেল শুরু হবে 13 ই ডিসেম্বর থেকে Amazon এ।
আরও পড়ুন : Best Smartwatch under 2000: ২ হাজার টাকার নিচে সেরা পাঁচ স্মার্টওয়াচ, মিলবে ব্লুটুথ কলিংও
Tecno Pova 4 Specifications : টেকনো পোভা ৪ স্পেসিফিকেশন
Tecno Pova 4 ফোনে রয়েছে একটি 6.82 ইঞ্চি HD+ LCD ডিসপ্লে যা 1640×720 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেট অফার করে। এটির প্রসেসর রয়েছে Octa Core MediaTek Helio G99। যা 5GB ভার্চুয়াল RAM এবং 128GB ইন্টার্নাল স্টোরেজ সহ 8GB LPDDR4X RAM অফার করে। ইচ্ছুক ব্যক্তিরা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2TB স্টোরেজ বাড়াতে পারবেন। স্মার্টফোনটি Android 12-ভিত্তিক HiOS 12 সফটওয়্যারে পরিচালিত হয়।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যারা অধীনে উপস্থিত একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি AI লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।
স্মার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 6,000mAh যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি চার্জ করার জন্য একটি টাইপ-সি পোর্ট মিলবে এবং 10W রিভার্স চার্জিংয়ের সাপোর্টও রয়েছে। অন্যান্য বৈশিষ্ট্যর মধ্যে উল্লেখ্য গ্রাফাইট কুলিং, প্যান্থার গেম ইঞ্জিন 2.0, একটি 3.5 মিমি অডিও জ্যাক, ডুয়াল 4G VoLTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0, GPS এবং NFC এর মতো বৈশিষ্ট্য।