।। প্রথম কলকাতা ।।
New Tata Tiago NRG CNG: নতুন সিএনজি গাড়ি বাজারে ছাড়লো টাটা মোটর্স (Tata Motors)। স্ট্যান্ডার্ড Tiago এবং Tigor মডেলের পর Tiago NRG এর সিএনজি এডিশন লঞ্চ করলো টাটা। এই গাড়ির দুটি ট্রিম যথাক্রমে – XT এবং NZ এই দুই ভ্যারিয়েন্টে সিএনজি বিকল্প উপলব্ধ। দাম রয়েছে XT iCNG ভ্যারিয়েন্টের জন্য ৭.৪০ লাখ টাকা (এক্স-শোরুম) এবং NZ iCNG ভ্যারিয়ন্টের জন্য ৭.৮০ লাখ টাকা (এক্স-শোরুম)।
ওয়াকিবহাল মহলের মতে, সাম্প্রতিক সময়ে সিএনজি গাড়ির চাহিদা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে দেশে। টাটার অন্যতম প্রতিদ্বন্দ্বি মারুতি সুজুকি একধার দিয়ে নতুন মডেল লঞ্চ করে চলেছে বাজারে। এই দৌড়ে যে নিজেদের পিছিয়ে রাখতে চায় না টাটা তা কার্যত স্পষ্ট।
এদিন নতুন গাড়ি লঞ্চ উপলক্ষে টাটা মোটর্স প্যাসেঞ্জার্স ভেহিকেল লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট রজন আম্বা জানান, Tiago NRG গ্রাহকদের কাছে অভূতপূর্ব সাড়া ফেলেছে। টাটা মোটর্সের ‘নিউ ফরএভার’ ব্র্যান্ডের সাথে সামঞ্জস্য রেখে আমাদের পোর্টফোলিওকে ক্রমাগত রিফ্রেশ করার জন্য, Tiago NRG-এর iCNG অবতার লঞ্চ করতে পেরে আমরা ভীষণ আনন্দিত। এই গাড়ি অত্যন্ত আরামদায়ক পাশাপাশি এটি ভারতীয় রাস্তার সাথে মানানসই এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্যর সাথে সমৃদ্ধ একটি গাড়ি।
আরও পড়ুন : Toyota Innova HyCross: হাইব্রিড ইঞ্জিনের সাথে দুর্ধর্ষ লুক, ভারতে নতুন গাড়ি লঞ্চ করল Toyota
Tata Tiago NRG CNG এর ইঞ্জিন
এই চার চাকায় রয়েছে ১.২ লিটার অ্যাসপিরেটেড তিন সিলিন্ডার ইঞ্জিন যা পেট্রোল মোডে ৮৪ বিএইচপি এবং ১১৩ এনএম শক্তি প্রদান করে। অন্যদিকে সিএনজি মোডে এটির আউটপুট ৭২.৪ বিএইচপি এবং ৯৫ এনএম টর্ক। ক্রেতারা এই গাড়ির সাথে শুধুমাত্র একটি ৫ স্পীড ম্যানুয়াল গিয়ারবক্সেরই বিকল্প পাবেন। এটির সিএনজি ট্যাঙ্ক বুটের ক্যাপাসিটি ৬০ লিটার। তবে গাড়িটির মাইলেজ সম্পর্কে কিছু জানায়নি সংস্থা।
Tata Tiago NRG CNG এর ফিচার্স
এটির টপ ভ্যারিয়েন্টে মিলবে ১৫ ইঞ্চি হাইপারস্টাইল চাকা। তবে এটিতে পেট্রোল মডেলের মতো ফুয়েল এফিসিয়েনসি রিড আউট বৈশিষ্ট্য পাওয়া যাবে না। গাড়ির ভিতরে রয়েছে হারমান টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, কীলেস এন্ট্রি অ্যান্ড গো, রিয়ার ভিউ ক্যামেরার মতো ফিচার। নিরাপত্তার জন্য ডুয়াল এয়ারব্যাগ, ইবিডি অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, রিয়ার পার্কিং সেন্সর এবং একটি ডে-নাইট রিয়ার-ভিউ মিরর।