।। প্রথম কলকাতা ।।
দেশি বিদেশি সংস্থাগুলির কঠিন প্রতিদ্বন্দিতার মাঝেও নিজেদের বিক্রি এগিয়ে নিয়ে চলেছে Tata Motors। ইলেকট্রিক গাড়ির বাজারে ক্রমশ আক্রমণাত্মক এই সংস্থা। যার অন্যতম উদাহরণ ভারতীয় বাজারে সম্প্রতি লঞ্চ হওয়া তাদের নতুন ইলেকট্রিক গাড়ি Tata Tiago EV। এটি এই মুহূর্তে ভারতীয় বাজারে সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ির মধ্যে একটি। আর এই গাড়ির লঞ্চ হয়ে কয়েক মাস না কাটতেই আরও এক নজির গড়ে ফেললো Tata Motors। সম্প্রতি 50,000 তম ইলেকট্রিক গাড়ির ডেলিভারি করল তারা। এই ডেলিভারি ছিল Tata Nexon EV গাড়ির।
আরও পড়ুন : Flipkart Year End Sale: দামি Apple Airpods Pro মিলছে মাত্র 1,500 টাকায়, অবিশ্বাস্য ডিল
মজার বিষয় হল, এই 50,000 তম ডেলিভারি করা হয়েছে সংস্থার চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে। সোশ্যাল মিডিয়ায় এদিন এই কথা জানিয়েছে Tata Motors। প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতীয় বাজারে মোট তিনটি ইলেকট্রিক গাড়ি বিক্রি করে Tata Motors। যেগুলি হল – Tata Nexon EV, Tata Tigor EV এবং Tata Tiago EV। এর মধ্যে Tata Nexon EV হল সংস্থার সর্বাধিক বিক্রি হওয়া ইলেকট্রিক গাড়ি। ভারতীয় বাজারে Tata Nexon EV – এর প্রতিদ্বন্দ্বী রয়েছে MG ZS EV এবং Hyundai Kona EV।
আরও পড়ুন : Best Electric Bikes: 2022 সালের সেরা ইলেকট্রিক বাইক! ঝড় তুলবে রেঞ্জ, এক চার্জে 300 কিমি
তবে খূব শীঘ্রই Tata Nexon -কে কড়া লড়াই দিতে আসছে আসন্ন Mahindra XUV400 ইলেকট্রিক গাড়ি। তবে দেশে Tata Motors এর ইলেকট্রিক গাড়ির বিক্রি বাট্টার যদি কথা বলি, তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান Tata Nexon EV এর। এটির একটি উচ্চ রেঞ্জের ভার্সনও রয়েছে, যা হল Tata Nexon EV Max। এটি সিঙ্গেল চার্জে 437 কিলোমিটার যাত্রা করতে পারে। রয়েছে বড় 40.5 kwh ব্যাটারি প্যাক। গাড়িটি 2022 সালের মে মাসে লঞ্চ করেছিল সংস্থা। এই ইলেকট্রিক যানের প্রারম্ভিক মুল্য 17.74 লক্ষ টাকা।
মধ্যবিত্ত গ্রাহকদের সুবিধার্থে এই বছর আরও একটি সাশ্রয়ী মুল্যের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করে Tata। এক চার্জে 315 কিলোমিটার রেঞ্জ বিশিষ্ট Tata Tiago EV। এই গাড়িটিও ভারতীয় বাজারে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। মোট 7টি বিকল্পে উপলব্ধ চার চাকাটির দাম শুরু 8.49 লক্ষ টাকা থেকে।