।। প্রথম কলকাতা ।।
Delhi MCD Election Result 2022: দিল্লিতে পহলে আপ। বিজেপির দীর্ঘ ১৫ বছরের রেকর্ড ভেঙে দিল আম আদমি পার্টি! সমস্ত সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এমনটাই। দিল্লি বিধানসভার পর এবার পুরসভাও আপের দখলে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লি পুরসভা দখলের অনেক কাছে আপ। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত ‘এই সময়’ সংবাদমাধ্যম সূত্রে ২৫০টির মধ্যে ১২৭টিতে জয়ী হয়েছে কেজরির দল। গেরুয়া শিবিরের ঝুলিতে গিয়েছে ৯৭টি আসন।
গত রবিবার ভোটের পর আজ বুধবার ছিল ফল প্রকাশের দিন। সকাল থেকেই কখনও আপ এগিয়ে যাচ্ছিল তো কখনও বিজেপি। ফের দায়িত্ব বিজেপির কাছে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে অবশেষে দিল্লিবাসী কাকে বেছে নিয়েছে, তা ভালোমতো বোঝা গিয়েছে। একটা সময় দুই দলই সমান সমান হয়ে গিয়েছিল। শেষমেশ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন দলের রেকর্ড ভেঙেছে কেজরির দল। এদিকে খারাপ ফল করেছে হাত শিবির। মাত্র ১০টি আসনে এগিয়ে রয়েছে গ্র্যান্ড ওল্ড পার্টি।
এমনিতে দিল্লি MCD নির্বাচনের ক্ষেত্রে আপ জিতবে, তা অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাই জানিয়েছে। একাধিক সমীক্ষায় দাবি করা হয়েছে, ১৭৯’র কাছাকাছি আসন জিতবে আম আদমি পার্টি। ভোটের পর কেজরিওয়াল জানিয়েছিলেন, ১৮০টি ওয়ার্ড জিতবে তাঁর দল। অন্যদিকে ১৫০টি ওয়ার্ড জিতবে বলে জানিয়েছিল ভারতীয় জনতা পার্টি। এবারের নির্বাচনে বিশেষ বৈশিষ্ট্য হল ১০ বছর পর রাজধানীর তিনটি পুরনিগমকে আবার এক করে একটি নিগম করা হয়েছে।
Arvind Kejriwal uprooted 15-yr-long Congress rule in Delhi & now the 15-yr-long (BJP)rule in MCD. It shows people of Delhi don't like politics of hatred, they vote for schools, hospitals, electricity, cleanliness & infrastructure: Punjab CM Bhagwant Mann#DelhiMCDElectionResults pic.twitter.com/WxUV9PUI3G
— ANI (@ANI) December 7, 2022
‘এবিপি লাইভ’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভিক্ট্রি সাইন দেখিয়েছেন কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী। অন্যদিকে আপ সাংসদ রাঘব চাড্ডা বলেছেন, ‘দিল্লিবাসীর কাছ থেকে উচিত জবাব পেয়েছে গেরুয়া শিবির। উন্নয়নের জন্য যে কাজ করে, তাঁকেই ভোট দিয়েছে দিল্লির জনতা’। অন্যদিকে ANI সূত্রে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, ‘কেজরিওয়াল দিল্লিতে ১৫ বছরের দীর্ঘ কংগ্রেস শাসনকে উপড়ে ফেলেন, এখন এমসিডি’তে ১৫ বছরের দীর্ঘ বিজেপি শাসনকে সরিয়েছে। যা দেখায় দিল্লির মানুষ ঘৃণার রাজনীতি পছন্দ করেনা। তাঁরা স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, পরিচ্ছন্নতা ও পরিকাঠামোর জন্য ভোট দেয়’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম