।। প্রথম কলকাতা ।।
Silajit Majumder: তলে তলে এতোটা! স্বস্তিকার এক কথায় সাধের দাড়ি কেটে ফেললেন শিলাজিৎ! অনেকে অনেক বার দাড়ি কাটার কথা বলেছিলেন। কিন্তু দাড়ি রেখে দেওয়ার ব্যাপারে এতো দিন অটল থেকেছেন গায়ক। কিন্তু স্বস্তিকার কথা আর ফেলতে পারলেন না। তবে কি অভিনেত্রীর প্রেমে বাঁধা পড়লেন শিলাজিৎ? মন দিয়ে ফেললেন পুরনো বন্ধুকে? এই নিয়ে এখন জোর গুঞ্জন টলিপাড়ায়। প্রশ্ন শুনেই গলগল করে অনেক কথাই বললেন গায়ক। তাতেই পরিষ্কার অভিনেত্রীর প্রতি ভালোবাসায় ভরে রয়েছে গায়কের মন। কী বললেন তিনি?
আগে বন্ধুত্ব থাকলেও সম্প্রতি ঘনিষ্ঠতা বেড়েছে শিলাজিৎ মজুমদার এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের মধ্যে। আর তা নিয়ে শুরু হয়েছিল ফিসফিসানি। আপনারা তো দেখেছেন,একাধিক ঘরোয়া পার্টিতে তাঁরা সময় কাটাচ্ছেন, শিলাজিতের গান পাশে বসে মুগ্ধ হয়ে শুনছেন স্বস্তিকা, এইসব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরপর স্বস্তিকার কথায় সাধের দাড়ি কাটতেই জোর গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়ায়। অনেকেই বলছেন, তবে কি স্বস্তিকায় মজলো শিলাজিতের মন? বান্ধবী স্বস্তিকার জন্যই নিজের প্রিয় দাড়িকে বিদায় জানালেন,একথা নিজেই স্বীকার করেছেন শিলাজিৎ। শিলাজিতের নতুন লুকের প্রশংসাও করছেন ভক্তরা। সাদা দাড়ি উধাও হতেই শিলাজিতের বয়স কমে গিয়েছে অনেকটাই। এর অবদান পুরোটাই স্বস্তিকার। একি শুধুই বন্ধুত্ব? নাকি স্বস্তিকার ভালোবাসায় বাঁধা পড়েছেন শিলাজিৎ?
সংবাদ মাধ্যমের কাছে শিলাজিৎ জানালেন, “আমার কথায় অনেকের মন খারাপ হবে, হিংসেও হতে পারে, দুঃখ পাবে। আমার দাড়িটাও দুঃখ পেয়েছে, দাড়িটা বড় করবো ভেবেছিলাম, খুব সাধের দাড়ি ছিল আমার। কিন্তু দাড়ি না কাটলে ভেবলি বলেছিল আমার সঙ্গে দেখা করবে না। তাই আর কী করবো, কেটে ফেললাম দাড়ি।” স্বস্তিকাকে যে শিলাজিৎ ভেবলি নামে ডাকে সে তো বুঝতেই পারছেন।
সাধের দাড়ি কাটা থেকে একসঙ্গে সময় কাটানো। সবই নিজেদের মতো করে জরিপ করছেন নেটিজেনরা। শুধুই বন্ধুত্ব নাকি ঘনিষ্ঠতা বেড়েছে শিলাজিৎ ও স্বস্তিকার? জানতে উৎসাহী সকলেই। টলিউডে কান পাতলে শোনা যাচ্ছে এমন অনেক কিছুই। শিলাজিৎ জানালেন, “স্বস্তিকার সঙ্গে বন্ধুত্ব আমার অনেক আগের। তখন আমরা দুজনেই ছোট ছিলাম।
যদিও স্বস্তিকা এখন বিশ্বাস করতে পারে না আমি ৪০ পেরিয়ে গিয়েছি। স্বস্তিকার সঙ্গে এতদিন পর যোগাযোগ নিয়ে অনেকে অনেক কথা বলবে, তবে এই যে স্বস্তিকা আমায় দাড়ি কাটতে বলছে, সেটা প্রেম হলে কতদিন টিকতো আমি জানিনা। কিন্তু এটা ভালবাসা ছাড়া সম্ভব না, বন্ধুত্ব ছাড়া সম্ভব না। এই বন্ধুত্বটা তখনও ছিল, এখনও আছে। তবে আমরা একে অপরকে নিয়ে কেউ পজেসিভ নই, বন্ধুর মত থাকি, কথা বলি।
শিলাজিত আরও বললেন, স্বস্তিকা এত স্ট্রাগল করে যেখানে পৌঁছেছে সেটা সত্যিই প্রশংসনীয়। ও এত ভাল ট্যালেন্টেড একজন অভিনেত্রী , কিন্তু মনে হয় ওঁর কপালটা খারাপ কিছু কিছু ক্ষেত্রে কারণটা বলবো না। নিজের কাজের জায়গায় সবকিছু ঠিক করেছে, কিন্তু আমার মনে হয়, আরও ভাল একটা জীবন ওঁর প্রাপ্য ছিল।” এরপর আপনারা কী বলবেন, প্রেম নাকি নিখাদ বন্ধুত্ব? কমেন্ট বক্সে জানান এখনই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম