।। প্রথম কলকাতা ।।
Suzuki Burgman Electric: ইলেকট্রিক স্কুটারের বাজারে ওলা, হিরো, টিভিএস-দের টক্কর দিতে বাজারে নাম লেখাচ্ছে ভিনদেশি কোম্পানি। ময়দানে হাজির হয়েছে জাপানি গাড়ি প্রস্তুতকারী সংস্থা সুজুকি (Suzuki)। লঞ্চ করতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার সুজুকি বার্গম্যান (Suzuki Burgman)। জানা গেছে, ইতিমধ্যে ভারতীয় বাজারে এই স্কুটারকে নিয়ে পরীক্ষা শুরু করেছে কোম্পানি। আগামী ৩ মাস ধরে চলবে এই পরীক্ষা। তারপর দেশীয় বাজারে আসতে চলেছে এই স্কুটারটি। Burgman Street 125 হল সংস্থার অত্যন্ত জনপ্রিয় একটি স্কুটার। ম্যাক্সি-স্টাইলের এই স্কুটার ভারত-সহ এশিয়ার বিভিন্ন দেশে সমান ভাবে জনপ্রিয়তা রয়েছে।
ফিচার্স : পাওয়ারের জন্য বার্গম্যান লেকট্রিক স্কুটারটিতে থাকছে AC সিঙ্ক্রোনাস মোটর, যা 4kW পিক পাওয়ার এবং 18Nm টর্ক প্রোডিউস করতে পারে। স্কুটারের রেঞ্জ 44Km এবং ক্রুজিং স্পিড 60Kmph। Ola S1 Pro এবং Ather 450X-এর মতো ইলেকট্রিক স্কুটারগুলি যে পরিমাণ রেঞ্জ দেয়, তার তুলনায় Burgman ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ অনেকটাই কম। ইলেকট্রিক Burgman-এর সিটের উচ্চতা 780mm, ওজন প্রায় 147kg ।
দাম কত হতে পারে ?
কোম্পানির তরফে এখনো ই-বার্গম্যান-এর দাম নির্ধারণ করা হয়নি। তবে মনে করা হচ্ছে, দাম ১.৫ লক্ষ টাকার নিচে থাকবে। ২০২৪-এর শুরুর দিকে দেশীয় বাজারে লঞ্চ হতে পারে স্কুটারটি। কোম্পানির তরফ থেকে যদিও এ বিষয়ে অফিসিয়াল কোনও ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম