।। প্রথম কলকাতা ।।
Shreyas Iyer: পুরো আইপিএল (IPL 2023) সিজন এবং জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) মিস করবেন শ্রেয়াস আইয়ার। কারণ ভারতীয় এই ব্যাটার বিদেশে পিঠে অস্ত্রোপচার করাতে চলেছেন। এমনটাই জানা গেছে বিসিসিআই সূত্রে। আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আইয়ার অন্তত পাঁচ মাস মাঠের বাইরে থাকবেন বলে আশা করা হচ্ছে। অর্থাৎ অক্টোবর-নভেম্বরে ভারতে ৫০ ওভারের বিশ্বকাপে তিনি অংশগ্রহণ করতে পারেন।
বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, “হ্যাঁ, বিদেশে তার পিঠে অস্ত্রোপচার হবে। সম্পূর্ণ পুনর্বাসনের সঙ্গে অন্তত পাঁচ মাসের জন্য তিনি মাঠের বাইরে থাকতে পারেন।” ৭ জুন থেকে লন্ডনে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি আয়োজিত হবে। এই ম্যাচে ভারতের মিডল অর্ডারের অন্যতম ভরসা শ্রেয়স আইয়ারের সার্ভিস পাবে না ভারত।
লোয়ার ব্যাক ইনজুরির কারণে শ্রেয়স আইয়ারকে গত মাসে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট থেকে ছিটকে যেতে বাধ্য করেছিল। পরবর্তীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েন। গত বছরের ডিসেম্বরে ভারতের বাংলাদেশ সফরের পর তার চোট দেখা দেয়। আইয়ারের অনুপস্থিতিতে চলতি আইপিএল মরসুমের আগে নীতীশ রানাকে কেকেআরের অন্তর্বর্তীকালীন অধিনায়ক মনোনীত করা হয়েছে।