।। প্রথম কলকাতা ।।
Sunita Williams: স্পেস স্টেশনে পৌঁছতেই নাচ সুনীতার! সে যেন এক গ্র্যান্ড এন্ট্রি। ইতিহাস গড়লেন! ভারতের নাম উজ্জ্বল করলেন সুনীতা। এই মহাকাশযানের যাত্রাপথ সহজ ছিল না। কেমন ছিল সেই অভিজ্ঞতা? মহাকাশের সেই অজানা রহস্য জানুন। বয়স তাঁর কাছে কিছুই না। ৬০ ছুঁইছুঁই ! মহাকাশে কোন মিরাকেল করলেন? শূন্যে ভেসে পাত পেড়ে খেলেন ফিশ কারি। সুনিতা প্রতিটা মেয়ের কাছে অনুপ্রেরণা। তৃতীয়বারের জন্য মহাকাশে পাড়ি দেওয়ার আগে কিছুটা কিছুটা নার্ভাস হলেও আত্মবিশ্বাসে কোনও খামতি ছিল না।
একটা সাদা সুড়ঙ্গ পথ। তার গায়ে নানা যন্ত্রপাতি বসানো। পথের শেষে চৌকো দরজা। নতুনদের স্বাগত জানাতে সেখানেই দাঁড়িয়ে ছিলেন মহাকাশবাসী বিজ্ঞানীরা। সুনীতাকে স্বাগত জানানোর জন্য। এরপরেই তিনি যা করলেন। বয়স ৫৮। আর ষাটের কাছাকাছি পৌঁছেও। অদম্য উদ্যম নিয়ে তিনি ফের একবার গড়লেন রেকর্ড। বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে চেপে নাসার উদ্যোগে ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশ্চারী পৌঁছে গেলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। শূন্যে ভেসে, একটু সাঁতরে নিয়েই তিনি ঢুকে পড়েন আন্তর্জাতিক স্পেস স্টেশনে।
আর এই গ্র্যান্ড এন্ট্রি তিনি উদযাপন করলেন নাচের ছন্দে। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশ্চারীর এই দৃশ্য বন্দি হল ভিডিয়োয়। যে ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সুনীতার জন্য ভারতের প্রত্যেকটা মানুষ গর্বিত। নীতাই প্রথম মহিলা, যিনি কোনও নতুন মহাকাশযানের পাইলট হলেন। বোয়িং স্টারলাইনারের উদ্বোধনী মহাকাশযানটিকে ফ্লরিডার কেপ ক্যানাভেরাল থেকে সফল ভাবে উড়িয়ে নিয়ে গেলেন আইএসএস-এ।
আগামী এক সপ্তাহ আইএসএসে থাকবেন সুনীতা ও বুচ। নানা ধরনের পরীক্ষা করবেন। সেই সঙ্গে খতিয়ে দেখবেন স্টারলাইনারের সিস্টেম। বোয়িংয়ের মহাকাশযানটির কর্মক্ষমতা নিয়ে এখনও বেশি কিছু প্রশ্ন রয়েছে। শোনা গিয়েছে, যাত্রাপথে তিন বার হিলিয়াম বেরিয়ে গিয়েছে। প্রথম গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনাটি উড়ানের আগেই ধরা পড়েছিল। সেটি তখন ঠিক করা হয়। কিন্তু মহাকাশযান পৃথিবীর কক্ষপথে পৌঁছনোর পরে আরও দুবার হিলিয়াম গ্যাস বেরিয়ে যায়। সে সময়ে হাতেকলমে হিলিয়াম ভাল্ভ বন্ধ করতে হয়। দুই মহাকাশযাত্রী না ঘুমিয়ে যানের দেখভাল করতে থাকেন। পরিস্থিতি সামলান।
আগামী সাত দিন তাই মহাকাশযানটির হলহকিকত খতিয়ে দেখবেন সুনীতারা। তার পরে পৃথিবীতে ফেরার মহাকাশযানে উঠবেন প্যারাশুটের সাহায্যে পশ্চিম আমেরিকায়
কোথাও অবতরণ করবেন দুজন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম