।। প্রথম কলকাতা ।।
আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। নাগপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আগামী চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলের কাছে অন্যতম চিন্তার কারণ হবে।
বিশ্বের এক নম্বর টেস্ট বোলার কামিন্স ভারতের বিরুদ্ধে ২০২০-২১ টেস্ট সিরিজে সর্বাধিক উইকেট দখল করেছিলেন। চলতি বছরে অস্ট্রেলিয়ান দলের নেতৃত্ব নেওয়ার পর অতিরিক্ত দায়িত্বের সঙ্গে তিনি তার আগের পারফরম্যান্সকে গড়ে তোলার চেষ্টা করবেন। ভারতে টেস্ট সিরিজ জয়ের জন্য অস্ট্রেলিয়ার ১৯ বছরের খরার অবসান ঘটাতে চাইবেন। অস্ট্রেলিয়া ভারতের মাটিতে শেষবার ২০০৪-০৫ মরসুমে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করেছিল অস্ট্রেলিয়া।
গাভাস্কার টেলিগ্রাফকে দেওয়া একটি সাক্ষাত্কারে বলেছেন, “কামিন্স একজন দুর্দান্ত বোলার, যেমনটি আমরা অতীতে দেখেছি যখন অস্ট্রেলিয়ানরা সফল হয়েছে। উপমহাদেশে তিনি প্রথমবার পাঁচ উইকেট শিকার করেছিলেন (২০১১ সালের আগস্টে গালেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেকে ম্যাচে ৫/৩৪)।”
নাগপুরে জশ হ্যাজলউডের অনুপস্থিতি ভারতকে উপকৃত করবে বলে মনে করেন সুনীল গাভাস্কার। আঙুলের চোট থেকে এখনো সেরে না ওঠায় ক্যামেরন গ্রিনও প্রথম টেস্ট খেলতে পারবেন না। তিনি আরও বলেন, “দুই দলই দুর্দান্ত এবং ক্রিকেটে আপনি ভবিষ্যদ্বাণী করতে পারবেন না। কিন্তু বরাবরের মতো দর্শকদের সমর্থন, মাঠ, আবহাওয়া এবং পিচের অবস্থা সম্পর্কে সচেতনতার সঙ্গে হোম সাইডে একটি সুবিধা পাওয়া যায়।”