।। প্রথম কলকাতা ।।
Sunburned skin: দুশ্চিন্তার ভাঁজ বঙ্গতনয়াদের কপালে! চিন্তা নেই, সমস্যা দূর হবে কোরিয়ান টোটকায়। মিলবে কোরিয়ানদের মত জেল্লাদার ঝকঝকে ত্বক। তার জন্য ব্যবহার করতে হবে কোরিয়ান ফেসপ্যাক। জেনে নিন কীভাবে বানাবেন কোরিয়ান ফেসপ্যাক।
গ্রীষ্মের প্রখর দাবদাহে সকলেরই হাল বেহাল। শরীর ঠিক রাখতে ডাবের জল, শরবতে চুমুক দিচ্ছেন বটে। তবে ত্বকের কী হবে? মাথায় ওড়না, মুখে স্কার্ফ, সানস্ক্রিন সব ব্যবহার করেও ট্যানের হাত থেকে মিলছেনা রেহাই। হাতে-মুখে সর্বত্র ট্যান পড়ে একাকার। যার ফলে দুশ্চিন্তার ভাঁজ বঙ্গতনয়াদের কপালে। ট্যান তুলতে কেউ ছুটছেন নামিদামি পার্লারে তো কেউ আবার ভরসা রাখছেন ঘরোয়া টোটকায়। তবে সুরাহা মিলছে কি?
তাই তো আপনাদের জন্য আজ নিয়ে এসেছি কয়েকটি কোরিয়ান ফেসপ্যাকের হদিশ। উল্লেখযোগ্য বিষয় হল এর জন্যেও কোনও নামিদামি প্রসাধনী সামগ্রী কিনতে হবেনা আপনাদের। বরং ঘরোয়া টোটকাতেই হবে মুশকিল আসান। একবার এই ফেসপ্যাক ব্যবহার করুন আর দেখুন তার ম্যাজিক। নিমেষের মধ্যেই মিলবে ঝকঝকে জেল্লাদার ত্বক। তাহলে আর দেরি কেন, ঝটপট দেখে নিন কোরিয়ান ফেসপ্যাকের খুঁটিনাটি।
চালের স্প্রে: ট্যান তোলার ক্ষেত্রে ভিষণ উপকারী এই চালের স্প্রে। এর জন্য আপনাকে একটি পাত্রে কিছুটা চাল নিয়ে সেটি ফুটিয়ে নিতে হবে। এরপর সেই চাল ছেঁকে আলাদা করে অপর একটি পাত্রে রাখুন। ঠান্ডা হয়ে গেলে সেটিকে একটি স্প্রে বোতলে ঢেলে নিয়ে কোনও অন্ধকার জায়গায় রেখে দিন। টানা কয়েক সপ্তাহ ব্যবহার করলে নিজেই তফাৎ বুঝতে পারবেন।
গ্রিন টি টোনার : ত্বকের জন্য একটা ভিষণ কার্যকরী উপাদান হল গ্রীন টি। এটি মূলত ত্বককে ডিটক্সিফাই করতে সাহায্য করে। কোরিয়ান পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন গ্রিন টি টোনার। এর জন্য প্রথমে আপনাকে গ্রিন টি পাতা ফুটিয়ে নিতে হবে। এরপর সেটিকে ঠাণ্ডা করে ছেঁকে নিয়ে একটি কাঁচের বোতলে রেখে দিন। বাইরে থেকে ফিরে এলে, মুখ ধুয়ে এই টোনার লাগান। দিনকয়েকের মধ্যেই দেখতে পাবেন ম্যাজিক।
এ তো গেল টোনারের কথা। তবে আপনাদের দুটি এমন ফেসপ্যাকের কথা বলব যা কোরিয়াতে খুবই পপুলার।
প্রথমেই বলি পেঁপের কথা। কোরিয়ান বিউটি রুটিনে পেঁপে খুবই জনপ্রিয়। এক্ষেত্রে একটি পাকা পেঁপের পাল্প নিতে হবে। তার সাথে মেশাতে হবে মধু। ভালোভাবে মিশিয়ে মুখে, ঘাড়ে, গলায় লাগান। মিনিট কুড়ি রাখার পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন সবটা। পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন।
ট্যান তুলতে টক দইয়ের ফেসপ্যাকও ব্যবহার করতে পারেন। এর জন্য টক দইয়ের সাথে নিতে হবে মধু ও এক চিমটি হলুদ। তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন সবটা। কয়েক সপ্তাহ ব্যবহার করলেই মিলবে উপকার।
তবে ত্বকে যদি কোনও সমস্যা থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া এইসব কোনও টোটকাই ব্যবহার করবেন না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম