।। প্ৰথম কলকাতা ।।
WB Food And Supplies Department: বড়দিনের অনশনে যখন শহর মেতে উঠেছে, ঠিক তখনি গুলির শব্দে কেঁপে উঠল খাদ্যভবন। এই শব্দ শুনে সেখানে শুরু হয়ে যায় ছুটোছুটি। ব্যাপারটা কী? পুলিশ সূত্রে খবর মিলেছে, মির্জা গালিব স্ট্রিটে খাদ্যভবনের ভেতরে রিজার্ভ ফোর্সের ব্যারাকে কর্মরত ছিলেন এক কনস্টেবল। সেইসময় গুলির বিকট শব্দে দৌড়ে এসে তাঁর সহকর্মীরা দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছেন ওই কনস্টেবল । সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। স্বাভাবিকভাবেই উৎসবের রাতের এই ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়ে পরে। জানা গেছে মৃতের নাম তপন পাল (৫৩)। তার বাড়ি নদিয়ার হরিণঘাটায়। তিনি কলকাতা পুলিশের (Kolkata Police) রিজার্ভ ফোর্সের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
সূত্র মারফত খবর মিলেছে, ডিউটিতে যাওয়ার জন্য বারাক থেকে যখন তপন গাড়িতে উঠছিলেন, তাঁর সার্ভিস রিভলবার থেকে সেই সময় গুলি চলে। গুলি লাগে সোজা তার বুকে। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই তপন নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর প্রায় রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ইতিমধ্যেই লালবাজারের হোমিসাইড শাখা ঘটনার তদন্তে নেমেছে। সত্যি কী মানসিক অবসাদের জেরেই এই আত্মহত্যা নাকী এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ ? যদিও দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। পুরো বিষয়টি নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম