।। প্রথম কলকাতা।।
Numerology: কোন মানুষের ঘুম খুব গাঢ় হয়ে থাকে, প্রচণ্ড জোরে কোন শব্দ না হলে সচরাচর তাদের ঘুম ভাঙে না । আবার কোন কোন মানুষের ঘুম ( Sleep) সামান্য সুচ পড়ার আওয়াজেও ভেঙে যেতে পারে। এরকম বহু মানুষ রয়েছেন যাদের হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে যায় কোন কারণ ছাড়াই । আর তারপর পাশে থাকা ফোনের লক স্ক্রিন টি অন করে একবার সময় দেখে নেন। সেই সময়টি যদি হয় ৩ টে ৩৩ তাহলে কিছুটা সাবধান হয়ে যান। কারণ ওই সময়ে প্রতিনিয়ত ঘুম ভাঙছে এই বিষয়টি অন্য অর্থ বহন করছে। যার যোগ রয়েছে আত্মা এবং দৈত্যের সঙ্গে।
তবে এক্ষেত্রে ভয় পাওয়ার কোন বিষয় নেই। মাঝে মাঝেই যদি তিনটি তেত্রিশ মিনিট নাগাদ আপনার চোখ খুলে যায় তাহলে বিষয়টি একেবারেই এড়িয়ে যাবেন না। কথা বলুন জ্যোতির বিশেষজ্ঞের সঙ্গে। কারণ সংখ্যা শাস্ত্র ( Numerology ) বলছে, এই ৩ টে ৩৩ সময়ের সঙ্গে রয়েছে কিছু শুভ ইঙ্গিত। বলা যায় সৌভাগ্যের প্রতীক। এটি একটি ইতিবাচক অর্থ বহন করে । আসলে বিষয়টি কী তা জানতে হলে গভীরভাবে বিষয়টি বোঝা প্রয়োজন। আজকের প্রতিবেদনে সংখ্যা শাস্ত্র নিয়ে রইল খানিক আলোচনা।
৩৩৩ এই সংখ্যাটি যেকোনো ব্যক্তির জন্য ভালো সময় ডেকে নিয়ে আসতে পারে । যদি মাঝে মাঝেই আপনার ঘুম ভেঙ্গে যায় তিনটে তেত্রিশ মিনিটে কিংবা চোখের সামনে হঠাৎ করে ভেসে ওঠে ৩৩৩ সংখ্যাটি তাহলে বুঝবেন আপনার জীবনের ওপর একটি ধাপ শুরু হওয়ার সময় চলে এসেছে । এবার এগোতে হবে উন্নতির পথে। এই সংখ্যা ইঙ্গিত পাঠায় যে, কোন ব্যক্তি ভালোবাসা এবং শুভ শক্তি দ্বারা আবৃত রয়েছেন। ৩৩৩ এই সংখ্যাগুলিকে যোগ করলে ৯ হয়। সংখ্যা ৯ যেকোনো ব্যক্তির জীবনে ইতিবাচক ঘটনা ঘটাতে পারে । এর মাধ্যমে ওই ব্যক্তি এবং তাঁর আশেপাশে থাকা অন্যান্যরা লাভান্বিত হতে পারেন।
এছাড়াও এমন বেশ কিছু জিনিস রয়েছে যেগুলি স্বপ্নে ( Dream) দেখতে পেলে শুভ সময়ের সূচনা হয়। স্বপ্নশাস্ত্রমতে আপনি যদি শঙ্খ, সাপ, কানের দুল ,সোনা প্রভৃতি স্বপ্নে দেখতে পান তাহলে ভেবে নিতে হবে এবার কোন ভালো ঘটনা ঘটতে চলেছে আপনার সঙ্গে। তবে সংখ্যাশাস্ত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং প্রতিবেদনে দেওয়া তথ্য গুলি যাচাই করতে অবশ্যই একজন সংখ্যা শাস্ত্র বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা জরুরী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম