।। প্রথম কলকাতা ।।
ED in Dhupguri: বিগত বেশ কিছু দিনে রাজ্যে ইডি এবং সিবিআই-এর একাধিক তল্লাশি অভিযান চলেছে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে । বৃহস্পতিবার ধূপগুড়িতেও আচমকাই এসে উপস্থিত হয় ইডি আধিকারিকদের দল। আর তারপর পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চলল প্রতিজ্ঞা হাউসিং অ্যখন্ড কনস্ট্রাকশন কোম্পানির সম্পত্তিতে। বিপুল পরিমাণ অর্থ নয়ছয়ের অভিযোগে সেই কোম্পানির জমি মানি লন্ডারিং আইনে বাজেয়াপ্ত করল ইডি। একই সঙ্গে ঝুলিয়ে দেওয়া হল নোটিশ।
ধূপগুড়ির বিবেকানন্দ পাড়া এলাকায় ওই কোম্পানির জমিটি রয়েছে। সেখানেই এসে হাজির হয় ইডি আধিকারিকরা। এক আধিকারিক জানান, ২০০৯ সাল থেকে প্রতিজ্ঞা হাউসিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি বহু মানুষের কাছ থেকে বিভিন্ন স্কিমের লোভ দেখিয়ে দিনের পর দিন টাকা নিতে শুরু করে। সেই সময় একাধিক এজেন্ট নিয়োগ করা হয় ওই কোম্পানিতে সেই এজেন্টরাই বিহার এবং তার আশেপাশের এলাকার বহু মানুষের কাছ থেকে প্রতিমাসে এই টাকা সংগ্রহ করত। তারপর ২০১৩ সালের সেই কোম্পানি তলপিতলপা গুটিয়ে উধাও হয়ে যায়।
পরবর্তীতে বিহার সহ একাধিক জায়গায় ওই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ইনভেস্টাররা। ২০১৭ সালে এই মানি লন্ডারিং কেসের তদন্ত শুরু করে ইডি। ওই আধিকারিকের কথায় এখনও পর্যন্ত ওই কোম্পানির প্রায় ১০ টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে একটি হল ধূপগুড়ির বিবেকানন্দ পাড়ার ওই জমি। এই জমিটির বহুদিন ধরেই খালি পড়ে রয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। বর্তমানে ওই কোম্পানির মূল মাথাদের খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইডি। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে বৃহস্পতিবার ইডি আধিকারিকদের দেখে রীতিমত কিছুটা হতবাকি হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে জমির বাইরে নোটিশ টাঙানোয় বিষয়টি পরিষ্কার হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম