।।প্রথম কলকাতা।।
Weather update: মাঘ মাসের শুরুতেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় বেশ কিছুটা নামল তাপমাত্রার পারদ। সকালে কুয়াশায় (Fog) ঢাকছে আকাশ। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আবার আকাশ মেঘলা থাকছে। অপরদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার দাপট থাকবে।
সোমবারের তুলনায় মঙ্গলবার ন্যূনতম তাপমাত্রা কিছুটা কমলেও জাকিয়ে ঠান্ডা উধাও। আপাতত তা ফিরবে কিনা তা নিয়ে সন্ধিহান আবহাওয়াবিদরা। ১৯শে জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে খুব হালকা বৃষ্টির(Rain) সম্ভাবনা রয়েছে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা আজ কলকাতায় থাকতে পারে ২৪ ও১৫ ডিগ্রি সেলসিয়াস এর আশে পাশে।
আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম