।। প্রথম কলকাতা ।।
Nursery Business : বাড়ি সাজানোর অন্যতম একটি উপকরণ হল রকমারি গাছ ফুলের গাছ থেকে শুরু করে ফলের গাছ । বাড়ির বাগানে নানান ধরনের গাছ রাখতে পছন্দ করেন বহু মানুষ । এমনকি বাড়িতে ছাদ বাগানও তৈরি করে থাকেন তাঁরা। বাড়ির জানালা থেকে শুরু করে ডাইনিং টেবিলে হ্যাঙ্গিং ট্রি পর্যন্ত দেখতে পাওয়া যায়। কাজেই মানুষের মধ্যে গাছপালার চাহিদা কতটা বেশি সেগুলি প্রমাণ করার জন্য এটাই যথেষ্ট। তাই চারা গাছের ব্যবসা বর্তমানে অত্যন্ত লাভজনক হয়ে উঠতে পারে। কারণ বাজারে চাহিদা রয়েছে বিভিন্ন ধরনের গাছের । যে সকল ব্যবসায়ী গাছ সম্পর্কে অল্পবিস্তর জানেন এবং গাছ-গাছালি নিয়ে সময় কাটানোর মতো ধৈর্য্য রয়েছে তাঁরা নার্সারির ব্যবসাকে ( Nursery Business) বেছে নিতেই পারেন।
কীভাবে শুরু করবেন নার্সারীর ব্যবসা ?
* প্রয়োজনীয় উপকরণ এবং চাহিদা : নার্সারি ব্যবসা করতে গেলে সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হল এই ব্যবসা শুরু করতে গেলে বেশ কিছু উপকরণের প্রয়োজন । সেগুলি অবশ্যই গাছের পরিচর্যা করার জন্য। এছাড়াও আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হল কোন সিজনে কোন গাছের চাহিদা বেশি থাকে , কোন সিজনে কোন ফুল বেশি হয় , কোন ফল বেশি হয়, কী ধরনের গাছ আপনি ঘরে রাখতে পারবেন, কী ধরনের গাছ আপনার ছাদ বাগান কিংবা বাগানে লাগানোর জন্য একেবারে আদর্শ হবে তা একেবারে নখদর্পণে রাখতে হবে।
* মূলধনের জোগাড় : আপনি যখন কোন ব্যবসা করতে যাবেন অবশ্যই সেখানে আপনাকে পুঁজি বিনিয়োগ ( Investment) করতে হবে । নার্সারির ব্যবসা শুরু করতে গেলেও প্রথমে টাকা দিতেই হবে। সে ক্ষেত্রে আপনি এই চারা গাছের ব্যবসা একেবারে ছোট অবস্থা থেকে শুরু করতে পারেন। ছয় থেকে সাত হাজার টাকা আপনার হাতে থাকলেই একটি নার্সারি তৈরি করে নেওয়া যায়। তবে পরবর্তীতে আপনার আয় অনুযায়ী ধীরে ধীরে ব্যবসাকে বড় করতে পারেন । ব্যবসার আসল মন্ত্র হল যত বেশি মূলধন বিনিয়োগ করা যাবে ততই বাজার থেকে আয় তোলা যাবে।
* ব্যবসার পদ্ধতি :
১. আপনি গাছ সম্পর্কে সব রকম তথ্য সংগ্রহ করলেন, গাছ নিয়ে সময় কাটালেন এবং মূলধন জোগাড় করলেন। কিন্তু তারপর যেটা প্রয়োজন সেটা হল একটি সুপরিকল্পিত প্ল্যানের। সঠিক পরিকল্পনা ছাড়া কিন্তু ব্যবসা চালানো সম্ভব হয় না।
২. প্রথমদিকে আপনার লক্ষ্য থাকবে কাস্টমার ( Customer) ধরা। অর্থাৎ লাভের দিকে না তাকিয়ে কাস্টমারকে খুশি করার দিকেই বেশি নজর দিতে হবে । যদি কাস্টমার আপনার ব্যবহার এবং আপনার নার্সারিতে থাকা চারা দামে সন্তুষ্ট হয় তবে তিনি আবারও গাছ কেনার জন্য আপনার নার্সারিতেই আসবেন। সেক্ষেত্রে ক্রেতা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না।
৩. নার্সারির ব্যবসা করার ক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হল কাস্টমার যাতে কোনভাবেই ফিরে না যায়। অর্থাৎ আপনার নার্সারিতে বিভিন্ন রকমের বিভিন্ন দামের চারা গাছের কালেকশন রাখতে হবে কম বেশি সব দামেই । যেন কাস্টমারকে খুশি করার মতো চারা গাছ পাওয়া যায় সেখানে।
৪. আপনি অফলাইন ব্যবসার পাশাপাশি অনলাইনেও ( Online Business) চারা গাছ ডেলিভার করতে পারেন । সোশ্যাল মিডিয়াকে ব্যবসার প্রসারের জন্য ব্যবহার করলে সেটা লাভজনক হিসেবে প্রমাণিত হবে । আর বহু সংখ্যক মানুষের দৃষ্টি আকর্ষণ করাও সহজ হবে।
৫. নার্সারিতে চারা গাছের পাশাপাশি সুলভ মূল্যে মাটি অন্যান্য বীজ সহ বিভিন্ন ধরনের সার এবং টব রাখতে পারেন । কারণ গ্রাহকরা সবসময় এক জায়গা থেকেই তাদের প্রয়োজনের সব জিনিস সংগ্রহ করতে চান। সে ক্ষেত্রে তাঁরাও খুশি এবং কাস্টমারদের খুশি করতে পারলেই ব্যবসায়ীরা খুশি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম