।। প্রথম কলকাতা ।।
Gold winner: কালনার মেয়ের বিশ্বজয়। যোগাসনে রেকর্ড গড়লেন রামিশা দফাদার। ভারতের হয়ে পাঁচটি বিভাগে অংশগ্রহণ করে তিনটি স্বর্ণপদক একটি রুপোর পদক একটি ব্রোঞ্জ পদক জয় লাভ করেছে রামিশা।
এই বছরে এশিয়ান যোগাসন প্রতিযোগিতায় অংশ নিয়ে দুটি স্বর্ণপদক পায় এছাড়াও ২০১৯ এ আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদক জয়লাভ করেছিল রামিশা।
পূর্ব বর্ধমানের কালনা ডাঙ্গাপাড়ার বাসিন্দা রামিশা দফাদার।বয়স ১৬। চলতি বছর বিশ্ব যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল ভারতের হরিয়ানা রাজ্যের কর্নাল শহরে। সেই প্রতিযোগিতায় কালনা হিন্দু গার্লস স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী রামিশা যোগ দান করেন। এই প্রতিযোগিতায় ১৭ টি দেশের প্রায় ৪৩৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।১৪ই নভেম্বর থেকে ১৬ই নভেম্বর পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। রামিসা এই খেতাব জয়ের জন্য তার দাদা অসীম দফাদার জানিয়েছেন, ইতিমধ্য রাজ্য এবং জাতীয় স্তরে বহু প্রতিযোগিতায় রামিশা অংশ গ্রহণ করে ভালো সাফল্য পেয়েছে। আমরা ওর সাফল্যে খুশি। পরিবারের তরফে জানানো হয়েছে, ছোট থেকেই যোগাসনের প্রতি রামিশার আগ্রহ ছিল। আর সেই ছোট থেকে যোগাসনে প্রশিক্ষণ নেওয়া শুরু করে রামিশা। দীর্ঘদিন প্রশিক্ষণ নেওয়ার পর রাজ্য ও জাতীয় স্তরে অংশগ্রহণ করেছে সে। রামিশার জোড়া স্বর্ণপদক জয়ে খুশির জোয়ারে ভাসছেন রামিশার পরিবার পরিজন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম