।। প্রথম কলকাতা ।।
Menstruation leave for students: বর্তমানে ভারতের বেশিরভাগ কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলি ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় বসার জন্য ৭৫ শতাংশ উপস্থিতি চায়। তবে সেই নিয়মে এবার একটু বদল ঘটবে। ভারতের এক রাজ্যে ছাত্রীরা ঋতুস্রাবের সময় ছুটি পেতে চলেছেন। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে চলছে বিস্তার আলোচনা।
এই নতুন নিয়ম কার্যকর করার প্রস্তাব আসে কোচিন বিশ্ববিদ্যালয় সাইন্স এবং টেকনোলজি বিভাগের (CUSAT) পক্ষ থেকে। এই নিয়ম চালু হতে পারে ভারতের কেরালায় (Kerala)। পরিকল্পনা অনুযায়ী কেরালা বিশ্ববিদ্যালয়ে এই নতুন নিয়ম কার্যকর হওয়ার প্রস্তাব এসেছে। নতুন নিয়ম কার্যকর হলে কেরালা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ঋতুস্রাবের সময় ছুটি পাবেন। এমনটাই জানিয়েছেন ওই রাজ্যের শিক্ষা মন্ত্রী (Minister of Higher Education of Kerala) আর বিন্দু (R. Bindu)। এই বিষয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে।
এই মাসিক ছুটি কার্যকর হলে বেশ কিছু নিয়মে বদল আসবে। সাধারণত বিশ্ববিদ্যালয়ে ৭৫ শতাংশ উপস্থিতি থাকলে তবে ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়া হয়। সেক্ষেত্রে ছাত্রীরা ২ শতাংশ ছাড় পাবেন অর্থাৎ ৭৩ শতাংশ উপস্থিতি থাকলে পরীক্ষা বসার সুযোগ পাবেন। শিক্ষামন্ত্রী মনে করছেন, যদি কেরালার সমস্ত বিশ্ববিদ্যালয়ে এই নতুন নিয়ম কার্যকর হয় তাহলে উপকৃত হবেন লক্ষ লক্ষ ছাত্রী।
কেরালা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের জন্যই এই নিয়ম চালু করা হচ্ছে। ইতিমধ্যেই যে সমস্ত ছাত্রীরা পিএইচডি (PHD) করছেন তারাও এই সুযোগ পেতে পারেন। ছাত্রীদের ঋতুস্রাব চলাকালীন সুবিধার কথা বিবেচনা করেই শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতির ক্ষেত্রে দুই শতাংশ ছাড়ের বিষয়টি অনুমোদন করেছেন সহ উপাচার্য। CUSET এই নিয়ম পদ্ধতিগত অনুমোদনের জন্য অ্যাকাডেমিক কাউন্সিলের কাছে জমা দিয়েছিল যা অনুমোদিত হয়েছে। এই নতুন নিয়মে ছাত্রীরা উপস্থিতির ২% মাসিক সুবিধার হিসেবে দাবি করতে পারবেন। যদিও এখনো পর্যন্ত ক’দিন ছুটি নেওয়া হবে সেই সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম