।। প্রথম কলকাতা ।।
Visva Bharati University: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবি তুলে গত সপ্তাহেই উত্তপ্ত হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় চত্বর। উপাচার্যকে ঘিরে পড়ুয়াদের এই আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের বিরুদ্ধে। যার কারণে এবার বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে শোকজ করা হল ওই অধ্যাপককে। তিন দিনের মধ্যে তার জবাব তলব করা হয়েছে বলে খবর।
সংবাদ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইকোনমিক্সের অধ্যাপক হলেন সুদীপ্ত ভট্টাচার্য। গত সপ্তাহে উপাচার্যকে কেন্দ্র করে যে অশান্তি সৃষ্টি হয়েছিল তার ইন্ধন জুগিয়েছিলেন তিনি, এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে। কাজেই বিশ্বভারতীর তরফ থেকে তাকে শোকজের নোটিশ পাঠানো হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তিনি অবশ্যই জবাব দেবেন বলে জানিয়েছেন। বিশ্বভারতীর বিভিন্ন অশান্তিতে এর আগেও সুদীপ্ত ভট্টাচার্যের নাম বহুবার জড়িয়েছে।
উল্লেখ্য, ২৩ শে নভেম্বর বিকেলের দিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ উপাচার্যের অফিস ঘেরাও করেন। টানা প্রায় ১০-১২ ঘন্টা উপাচার্যকে ঘেরাও করে রাখা হয়। এমনকি ভাঙচুরও চলে। উপাচার্যের নিরাপত্তারক্ষীরা পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হন। যদিও মধ্যরাতে নিরাপত্তারক্ষীদের সহায়তায় নিজের বাড়িতে ফিরে আসতে পেরেছিলেন উপাচার্য। বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, বিগত পাঁচ বছর ধরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছেন।
যখন খুশি যাকে খুশি সাসপেন্ড করা, বদলি করে দেওয়া, শিক্ষা কর্মীদের বেতন আটকে দেওয়া, শোকজ করা ,ছাত্র-ছাত্রীদের পিএইচডিতে সুযোগ না দেওয়া, হোস্টেল থেকে বহিষ্কার করা, শিক্ষাঙ্গন থেকে বাইরে রাখা এই ধরনের কাজগুলি করে যাচ্ছেন। যার কারণে উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ জমা হচ্ছিল পড়ুয়াদের মধ্যে। গত সপ্তাহে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম