।। প্রথম কলকাতা ।।
CAT 2022: ২০২২ এর ২৭শে নভেম্বর কমন অ্যাডমিশন টেস্ট বা ক্যাট অনুষ্ঠিত হতে চলেছে৷ আইআইএম এবং অন্যান্য বি-স্কুলগুলিতে ভর্তির জন্য পরীক্ষা হবে। পরীক্ষার আগে গাইডলাইন সম্পর্কে খুঁটিনাটি সমস্ত তথ্য জেনে যান। কারণ পরীক্ষা কেন্দ্রে সামান্যতম ভুলেও পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। এবারের পরীক্ষা হবে তিনটি স্লটে।
•প্রথম স্লট সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ১০ টা ৩০ মিনিট পর্যন্ত।
•পরবর্তী স্লট দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টো ৩০ মিনিট পর্যন্ত।
•শেষ স্লট বিকেল ৪টে ৩০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত।
পরীক্ষার গাইডলাইন
• এসএমএস এবং ইমেলের মাধ্যমে পাঠানো রিপোর্টিং সময় অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবেন।
• পরীক্ষার্থীদের সকালের সেশনের জন্য সকাল ৮টা ১৫ মিনিট, দুপুরে ১২টা ১৫ মিনিটে এবং বিকেলের সেশনের জন্য ৪টে ১৫মিনিটের আগে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে। কোনো প্রার্থী একাধিকবার পরীক্ষায় অংশ নিলে তা বাতিল করা হবে।
•ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) ব্যাঙ্গালোর CAT 2022 পরিচালনা করছে। প্রায় ২.৫ লক্ষ ছাত্রছাত্রী ১৫১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবেন। যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের অবশ্যই iimcat.ac.in থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং এর একটি হার্ড কপি সঙ্গে রাখতে হবে। A4 কাগজে প্রবেশপত্র প্রিন্ট করতে ভুলবেন না।
• প্রবেশপত্রে প্রার্থীর ছবি ও স্বাক্ষরের ছবি সঠিকভাবে প্রিন্ট করা না থাকলে তা বাতিল বলে গণ্য হবে। যাচাইয়ের জন্য হস্তান্তর করার আগে প্রবেশপত্রে প্রদত্ত স্থানে পরীক্ষার জন্য আবেদন করার সময় আপলোড করা ফটোটি সংযুক্ত করবেন।
•প্রার্থীদের একটি কলম এবং একটি স্ক্রাইবল প্যাড দেওয়া হবে। পরীক্ষা শেষ হয়ে গেলে কলম এবং স্ক্রাইবল প্যাড প্রবেশপত্র সহ বাক্সে ফেলে দিতে হবে।
• ইলেকট্রনিক গ্যাজেটের মতো নিষিদ্ধ জিনিসপত্র নিয়ে পরীক্ষাগারে প্রবেশ করবেন না। নির্দেশিকা অনুসারে, পরীক্ষার্থীদের পরীক্ষার ল্যাবের ভিতরে কোনও গহনা ( ধাতুযুক্ত কোনও আইটেম), মোটা সোলযুক্ত জুতো এবং বড় বোতাম সহ পোশাক পরার অনুমতি নেই। প্রার্থীদের মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেট, ঘড়ি, ক্যালকুলেটর, নিজস্ব স্টেশনারি জিনিসপত্র, কলম, মানিব্যাগ এবং গগলস বহন করার অনুমতি নেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম