।। প্রথম কলকাতা ।।
Amit Shah on Mob Lynching Law: জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জঙ্গি দমনে কঠোর পদক্ষেপের উদ্দেশ্যে এই তিনটি বিল আনা হয়েছে। লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত বাদল অধিবেশনে তিনটি বিল পেশ করা হয়েছিল। বিল তিনটি হল ভারতীয় ন্যায় সংহিতা বিল ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল ২০২৩ এবং ভারতীয় সুরক্ষা বিল ২০২৩। এই বিলগুলির সংশোধিত অংশগুলি শীতকালীন অধিবেশনে পেশ করলেন অমিত শাহ। এর পর রাজ্যসভায় বিল তিনটি পাস হলে, সই করবেন রাষ্ট্রপতি। তারপর শুধু সময়ের অপেক্ষা নয়া অপরাধ আইন কার্যকর হওয়া।
দেশে ইতিমধ্যে একাধিক গণপিটুনির কথা প্রকাশ্যে এসেছে। দেশে মৃত্যুদণ্ডই হবে গণপিটুনি অপরাধের সাজা। দেশে অপরাধের যে নতুন আইন আনা হচ্ছে, সেখানে উল্লেখ রয়েছে এই সাজার কথা। বুধবার লোকসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রায় বিরোধীহীন পরিস্থিতিতে মোদী সরকার শীতকালীন অধিবেশনেই লোকসভায় নতুন দণ্ডসংহিতা সংক্রান্ত তিনটি বিল পাশ করাতে সক্রিয় হয়েছে। আজ সেই প্রক্রিয়ারই সূচনা করেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন , “আগে রাজদ্রোহ আইন ছিল। আমরা সেটিকে দেশদ্রোহ আইন করলাম। কারণ রাজদ্রোহ বলতে ব্যক্তির বিরোধিতা বোঝায়, আমরা দেশকে যোগ করলাম। দাসত্বের চিহ্ন মুছে দিলেন নরেন্দ্র মোদি। যাঁরা দেশের ক্ষতি করবেন, কেউ নিস্তার পাবেন না।”
উল্লেখ্য, এর আগে অটল বিহারি বাজপেয়ীর সরকারও এই বিল পাস করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেই সময় যথেষ্ট সংখ্যক সাংসদের সমর্থন ছিল না, কারণ কেন্দ্রে ছিল জোট সরকার। পরবর্তীতে নরেন্দ্র মোদি সরকারকে দু’দফায় বিপুল সমর্থন দিয়ে জিতিয়েছেন দেশের জনগণ। তাতেই এই বিল আনা গেল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম