।। প্রথম কলকাতা ।।
Christmas and New Year party: বড়দিন কিংবা বর্ষবরণের রাত মানেই উচ্ছ্বাস থাকে বাঁধ ভাঙা। কখনও কখনও সেই উচ্ছ্বাসে মিশে যায় নিয়ম ভাঙার প্রবণতাও। শুধু তাই নয় সেই প্রবণতায় আইনকে কখনও বুড়ো আঙুল দেখানো হয়, আবার কখনও অন্যকে বিড়ম্বনাতেও পড়তে হয়। বর্ষবরণের রাতে মদ্যপান করে উচ্ছৃঙ্খলতা, গোলমাল ছড়ানোর অভিযোগ প্রায়শই দেখা যায়। এবার অপ্রীতিকর ঘটনা এড়াতে আরোপ করা হয়েছে বিধিনিষেধ। মদ্যপ ব্যক্তিদের গাড়ি চালিয়ে বাড়ি ফেরার উপর আরোপ করা হচ্ছে এই বিধিনিষেধ। এই মর্মে নোটিস পাঠাচ্ছে হোটেল-রেস্তরাঁ সংগঠন শহর-শহরতলির সমস্ত বার এবং রেস্তরাঁকে। উৎসবের রাতে অতিরিক্ত মদ্যপান করলে সেই ব্যক্তিকে যাতে গাড়ির স্টেরিংয়ে বসতে না দেওয়া হয় তা হোটেল এবং রেস্তরাঁগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।
বর্ষবরণের সময় হোটেল রেস্তোরাঁয় পুরো দমে চলে মদ্যপান। সেই মদ্যপান কে কতটা করবে তা ঠিক করতে পারে না রেস্তরাঁগুলি। তাই অতিরিক্ত মদ্যপান করার পর সেই ব্যক্তি যাতে গাড়ির চালকের আসনে না বসে সেই দিকে নজর রাখবে তারা। তার জন্য মোতায়েন থাকছে বিশেষ বেয়ারা। তাঁরাই অতিরিক্ত মদ খেয়ে ফেলা ব্যক্তি যাতে সুস্থ ভাবে বাড়ি ফিরতে পারেন তার ব্যবস্থা করে দেবেন। শুধু তাই নয়, এক বেসরকারি সংস্থা ইতিমধ্যেই গাড়ির চালক সরবরাহের জন্য অ্যাপ চালু করেছে। তাদের মাধ্যমেই চালক ভাড়া করে মদ্যপ ব্যক্তিকে নিজের গাড়ি দিয়ে ফেরত পাঠানো হবে। ওই ব্যক্তিকে তার জন্য মেটাতে হবে চালকের মজুরি, সঙ্গে তাঁর গন্তব্যে ফেরার খরচও।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইর্স্টান রিজিয়নের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। তাদের অন্তর্ভুক্ত ১৫০০ হোটেল বার ও রেস্তরাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ব্যক্তি যদি মাত্রা ছাড়িয়ে মদ খান, তবে তাঁর হাতে যেন গাড়ির স্টেয়ারিং না দেওয়া হয়। অন্য কোনও ক্যাব বা ট্যাক্সি ডেকে তাঁকে বাড়ি ফেরাতে হবে। আর যদি তিনি গাড়ি ফেলে রেখে না যেতে চান, তবে অ্যাপের মাধ্যমে চালক ভাড়া করে বাড়ি পাঠাতে হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম