।। প্রথম কলকাতা ।।
Interesting Rules: সুবিধা অসুবিধা কিংবা আর্থিক অনটনে হঠাৎ করেই কাছের মানুষদের কাছে হাত পাতেন! অথবা বন্ধু স্থানীয় কারো কাছে আর্থিক সাহায্য চান। সবার জীবনেই টাকার প্রয়োজন রয়েছে। অনেকেই আছেন যারা বিপদে বন্ধুর কাছ থেকে টাকা ধার করেন, পরে তা ফেরত দেন। ভারতবর্ষের সংস্কৃতিতে এই নিয়ম একেবারেই স্বাভাবিক। এই ভাবনাকে বিন্দুমাত্র খারাপ চোখে দেখা হয় না। তবে জানেন কি, পৃথীবিতে এমন কিছু দেশ আছে যেখানে বারংবার টাকা চাইলে মারাত্মক বিপদে পড়বেন। এমনকি ঠাঁই হতে পারে গারদে। যদি বিদেশে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে সামান্য কিন্তু নিয়ম জেনে রাখুন। বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানকার নিয়ম না জানলে ভ্রমণকারীরা বেশ বিপাকে পড়বেন।
• ফ্রান্সে বেড়াতে গিয়ে কখনোই বারংবার এক ব্যক্তির কাছে টাকা চাইবেন না। এক্ষেত্রে উল্টো প্রতিক্রিয়া আসতে পারে। সাধারণত টাকা চাইলে কেউ স্বাচ্ছন্দ্যে দেন, আবার যারা দিতে চান না তারা বিষয়টিকে এড়িয়ে যান। কিন্তু ফ্রান্সে এইভাবে টাকা চাওয়া নিষিদ্ধ।
•ইউক্রেন রাশিয়ার যুদ্ধে জেরে এখন হট টপিকে রয়েছে ইউক্রেন। দেশটিতে আপনি কখনোই জোড় সংখ্যার ফুল দিতে পারবেন না। আপনাকে দিতে হবে বিজোড় সংখ্যার ফুল। ফুল উপহার দিতে গেলে এই দেশে ৩,৫,৭,৯,১১ এই কম বিজোড় সংখ্যার ফুল দিতে হবে।
•ভারতীয় সংস্কৃতিতে হাত দিয়ে ভাত খাওয়া স্বাভাবিক। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে, মাটিতে বসে হাত দিয়ে বিভিন্ন পদের খাবার খাওয়ার রীতি। কিন্তু চিলিতে গেলে হাত দিয়ে খেতে পারবেন না, কারণ এখানে হাত দিয়ে খাবার খাওয়াকে অন্যায় বলে মনে করা হয়।
•খিদে পেলেই মানুষ রাস্তার দোকান থেকে কোন একটা খাবার কিনে নেন। তারপর খাবারের প্যাকেটটা রাস্তার পাশে ডাস্টবিনে কিংবা আবার রাস্তাতেই ফেলে দেন। যদিও এই অভ্যাস একেবারেই ভালো নয়। কারণ এর ফলে পরিবেশ দূষণ হয়। আবার পথ চলতি মানুষও অসুবিধায় পড়েন। সিঙ্গাপুরে আপনি কখনো এইভাবে গাড়িতে কিংবা কোথাও ভ্রমণকরা কালীন খেতে পারবেন না। এই কাজকে অন্যায় বলে মনে করা হয়।
•খাওয়া নিয়ে এক অদ্ভুত নিয়ম রয়েছে জাপানে। সাধারণত কোথাও খেতে গেলে সেখানকার খাবার যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি সেই রেস্তোরাঁর কর্মীদের পরিষেবার প্রশংসা করেন। তাদেরকে দেখে সে কথা জানাতে পারেন, তবে জাপানে এমনটা করা যাবে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম