।। প্রথম কলকাতা।।
Unique Fish : ভাগীরথী নদী থেকে উঠে আসা এক অদ্ভুত সুন্দর মাছকে ঘিরে বর্তমানে শোরগোল পড়ে গিয়েছে নদিয়ায়। রীতিমত সেই মাছ দেখতে গ্রামের মানুষ এসে ভিড় জমাচ্ছেন মৎস্যজীবীর বাড়িতে। এই ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া চটকা তলার। ওই এলাকার বাসিন্দা স্বপন বসাক ভাগীরথী নদীতে মাছ ধরতে গিয়ে এই মাছ জালে তোলেন। সারা গায়ে কালো কালো ছোপওয়ালা এই মাছ আগে তাঁরা কখনও দেখেননি বলেই দাবি।
স্বপন বসাক জানান, তিনি আসলে তাঁত বোনার পেশার সঙ্গে জড়িত রয়েছেন। তবে সময় পেলে মাঝেমধ্যেই ভাগীরথী নদীতে জাল নিয়ে পাড়ি দেন । সারাদিন থেকে যা মাছ জালে ওঠে তা নিয়ে চলে আসেন বাড়িতে । বেশি হলে কিছুটা বিক্রি করে দেন। সেই রকমই গত বুধবার তারাপুর বাঁধের কাছে মাছ ধরতে গিয়েছিলেন । অন্যান্য দিলের মতই তাঁর জালে বিভিন্ন মাছ ওঠে। কিন্তু সেই সঙ্গে স্বপন বসাকের জালে ওঠে একটি মাছ , যা অন্যান্য মাছের তুলনায় একেবারেই আলাদা।
মৎস্য বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান অনুযায়ী, ওই মাছটি ক্যাটফিশ প্রজাতির হতে পারে । যদিও ক্যাটফিশ প্রজাতির মাছেদের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। কোন মাছ সকার মাউথ ক্যাটফিশ নামে পরিচিত, আবার কোন মাছ এমাজন সেলফিন ক্যাটফিশ নামে পরিচিত । এছাড়াও রয়েছে অরিনকো সেলফিন ক্যাটফিশ প্রজাতির মাছ । কিন্তু স্বপন বসাকের জালে ওঠা ওই মাছটি কোন প্রজাতির তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ভাগীরথী নদীতে এমন মাছ কোথা থেকে এল তা ভেবেই কূল পাচ্ছেন না গ্রামবাসী।
স্বপন বাবু জানান, মাছটি প্রথমে তাঁর জালে ওঠায় খানিকটা ভয় পেয়ে গিয়েছিলেন তিনি । কিন্তু পরবর্তীতে সেই মাছ বাড়িতে নিয়ে এসেছিলেন । তাঁর পরিবারের দাবি , তাঁরা কখনই এই ধরনের মাছ আগে দেখেননি। কাজেই এই মাছ আদৌ খাওয়া যায় কিনা সেই সম্পর্কে যথেষ্ট প্রশ্ন রয়েছে তাদের । বিক্রি করে দেওয়ার কথাও ভেবেছিলেন কিন্তু ওই মাছ কেউ কিনতেও চাইছে না। কাজেই যেখান থেকে ধরে এনেছিলেন সেই জলেই মাছটি ছেড়ে দিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন স্বপন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম