।। প্রথম কলকাতা ।।
Hibiscus hair oil: ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যায়। ফুল সৌন্দর্যের প্রতীক। একটি ঘর সাজানো থেকে শুরু করে কাউকে উপহার দেওয়ার জন্য ব্যবহৃত হয় নানান ধরনের ফুল। জবা ফুল এমন একটি ফুল যা সবারই খুব পরিচিত। ফুলের (Flower) গুণাবলী সম্পর্কে জানেন না এমন কেউ নেই। আমাদের দেশে বিভিন্ন রঙের জবা ফুল দেখতে পাওয়া যায়। কিন্তু লাল রংয়ের জবা তাদের মধ্যে অন্যতম। লাল জবায় রয়েছে ঔষধি গুণাবলীর অন্যান্য উপাদান আর সেটা রূপচর্চায় চমৎকার ভূমিকা পালন করে। বিভিন্ন ঔষধি গুনাগুনের পাশাপাশি ত্বকের ক্ষেত্রে একটি উপকারী। আর চুলের (Hair) কথা না বললেই নয়। নানান ভাবে ব্যবহার করলেও কিভাবে জবা ফুলে তেল বানিয়ে সেটা অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায় তা নিয়ে আজ আলোচনা করব।
জবা ফুলে এমন কিছু উপকারী উপাদান আছে যা আপনার চুলের জন্য খুবই ভালো। এটি আপনার চুল ভালো রাখতে সাহায্য করে। চূলে সহজেই পাক ধরতে দেয় না, চুলের গোড়া মজবুত রাখে চুল পড়াও কম করে।
চুলের স্বাস্থ্য ভালো রাখতে এই ভিটামিনের যথেষ্ট গুণ আছে। এছাড়াও জবা ফুলে আছে ভিটামিন বি। এই ভিটামিনের ঘাটতিতেও সহজেই চুলে পাক ধরতে পারে। তাই চুলের যত্নেই (Care) ভিটামিনের ঘাটতি পূরণ করে জবা ফুল। নতুন চুল কাটাতে সাহায্য করে জবা ফুল চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুল থাকে নরম এবং জেল্লা হয় দেখার মতো।
ভিটামিন এ এবং সি মাথার ত্বকের চুলকানি কমাতে সাহায্য করে। আর এই দুটো ভিটামিন প্রচুর মাত্রায় রয়েছে জবা ফুলে। পরিমাণ মতো জলে কয়েকটি জবা ফুল দিয়ে সেগুলিকে সেদ্ধ করে নিন তারপর সেই জল ঠান্ডা করে চুলে লাগান।যদিও জবা ফুলে তেল লাগালেও একই উপকার পাওয়া যায়।
জবা ফুলের তেল (Oil) ব্যবহারে একাধিক উপকার আপনি পাবেন। সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আপনার চুলের কোন চিকিৎসা চললে কিংবা স্ক্যাল্পে কোনো সমস্যা থাকলে তেল ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিন ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম