।। প্রথম কলকাতা ।।
Vande Bharat Express: বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথ একেবারেই মসৃণ নয়। অন্ততপক্ষে বর্তমান সময়ে এমনটাই মনে করা হচ্ছে। এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করার পর দিনই পাথর হামলার মুখোমুখি হয়। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি। সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উপর গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলের দিকে আবারও পাথর হামলা হয়। এমনটাই অভিযোগ করেছেন সেই কামরার যাত্রীরা। তাদের কথায়, সম্ভবত পেল্টা এবং ডালখোলার স্টেশনের মধ্যবর্তী জায়গায় হাওড়াগামী এই বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পুনরায় পাথর ছোড়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে সি ৬ (C6) এ থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের দাবি, ট্রেনটি ডালখোলা (Dalkhola) স্টেশন ছেড়ে কিছুটা রাস্তা যাওয়ার পরেই এই ঘটনাটি ঘটে। পাথর ছোড়ার কারণে ওই কামরার জালনার কাঁচে ফাটল দেখা যায়। যদিও তাঁরা সেই সময়ই বিষয়টি আরপিএফকে জানিয়েছিলেন। পরবর্তীতে যাত্রীরা লিখিত অভিযোগ জমা দেন বলেও জানা যায়। তবে পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে এই সম্পর্কে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তাদের কাছে এই ধরনের কোনো রকম খবর আসেনি।
যদিও এই ঘটনা প্রথমবার ঘটেনি। এর আগে বেশ কয়েকবার রাজ্যের প্রথম সেমি হাই স্পিড বন্দে ভারতে এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। প্রায় চার বার বিভিন্ন জায়গা থেকে বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। যার কারণে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। যদিও গতকালকের যাত্রীদের অভিযোগকে অস্বীকার করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। তাদের দাবি, কর্তৃপক্ষের কাছে কোনরকম খবর আসেনি। পূর্বে বন্দে ভারত এক্সপ্রেসকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল। যদিও পুলিশি তদন্তে উঠে আসে, বাংলা-বিহার সীমান্তে এক্সপ্রেস ট্রেনটিকে লক্ষ্য করে কয়েকজন নাবালক এই পাথর ছুড়েছিল। তাদেরকে আটকও করা হয়। উদ্বোধনের পর এক মাস না কাটতেই কয়েক দিনের বিরতি শেষে আবারও চর্চায় বন্দে ভারত এক্সপ্রেস।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম